Medinipur: ডাক্তারদের ‘হুমকি’, ভাইরাল হতেই পুরো ভোল বদল নেতার
RG Kar: আরজি করের ঘটনার বিচারের দাবিতে মেদিনীপুর মেডিক্যালেও চিকিৎসকরা আন্দোলন করছেন। সেই আন্দোলন রুখতে নানা অপচেষ্টা চলছে বলে অভিযোগ। ডাক্তাররা কর্মবিরতি ছেড়ে কাজে না ফিরলে ডাক্তারি ছেড়ে দেওয়ার বার্তা দেন বলে অভিযোগ।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
আরজি করের ঘটনার বিচারের দাবিতে মেদিনীপুর মেডিক্যালেও চিকিৎসকরা আন্দোলন করছেন। সেই আন্দোলন রুখতে নানা অপচেষ্টা চলছে বলে অভিযোগ। ডাক্তাররা কর্মবিরতি ছেড়ে কাজে না ফিরলে ডাক্তারি ছেড়ে দেওয়ার বার্তা দেন বলে অভিযোগ।
একটি পোস্টে সায়েম লেখেন, ‘আচ্ছা অনেক তো হল। এবার একটু প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করলে কেমন হয়?’ ” পাল্টা জুনিয়র ডাক্তাররা বলেন, ‘এরা সামাজিক শত্রু’। যদিও সায়েম খানের কোনও বক্তব্য এখনও মেলেনি। তবে দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনও মন্তব্য তারা সমর্থন করে না।
জেলা যুব তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কোনওভাবেই আন্দোলনের সঙ্গে যুক্ত ডাক্তার বা সাধারণ মানুষকে নিয়ে কোনও খারাপ মন্তব্য করা যাবে না। কোনও বিরূপ মন্তব্যকে আমাদের দল সমর্থন করে না। আমি দেখিনি উনি কী পোস্ট করেছেন। করে থাকলে আমরা দলের পক্ষ থেকে বলব আন্দোলনের পক্ষে থেকেই আমরা জাস্টিস চাই।”
যদিও বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, “এটা তৃণমূলের সংস্কৃতি। এরাই তৃণমূলের সম্পদ। আরজি করের ঘটনাটা যেভাবে ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটাই বুঝিয়ে দিচ্ছে ওদের মানসিকতা।” অন্যদিকে সিপিএমের জেলা কমিটির সদস্য তাপস সিনহার কথায়, “ওরা শুধু হুমকি দিচ্ছে নাকি? রাস্তায় নেমে মারধর করছে। গোটা রাজ্যে এখন গণজাগরণ চলছে। আজ তৃণমূল নেতৃত্ব ভয় পেয়েছে। তাই এসব হুঙ্কার দিচ্ছে। তবে ওদের বুঝতে হবে রাজ্যে নয়, গোটা দেশ, দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও এখনও আরজি কর নিয়ে প্রতিবাদ চলছে।”