BJP: হিরণের নাম ঘোষণা হতেই উৎসবের মেজাজ ঘাটালে, জয় আসবেই বলছেন MLA শীতল কপাট

Ashim Bera | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2024 | 9:13 AM

BJP: দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, “হিরণকে প্রার্থী করে আমরা খুবই খুশি, উচ্ছ্বসিত, আনন্দিত। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই।”

BJP: হিরণের নাম ঘোষণা হতেই উৎসবের মেজাজ ঘাটালে, জয় আসবেই বলছেন MLA শীতল কপাট
হিরণ চট্টোপাধ্যায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ঘাটাল: ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। একদিন আগেই বাংলার ৪২ আসনের মধ্যে ২০ আসনের প্রার্থী তালিকা সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে ঘাটাল থেকে লড়ছেন এই বর্তমান বিজেপি বিধায়ক। নাম সামনে আসতেই হিরণকে নিয়ে তুমুল উচ্ছ্বাস এলাকার কর্মী সমর্থকদের। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজও। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় চলল দেওয়াল লিখন। দেওয়াল লিখতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। সঙ্গে জোরকদমে শুরু হয়েছে ফ্লেক্স তৈরির কাজ।  

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আমরা খুবই খুশি। ভোট কবে ঘোষণা হবে জানি না, আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। উনি খড়গপুরের সাংসদ, একজন হিরো, একজন নায়ক। ওনাকে পেয়ে আমরা খুশি। আমাদের বিধানসভার, লোকসভার নানা প্রান্তে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রচারও শুরু। আমাদের একটাই লক্ষ্য এই প্রার্তীকে জয়লাভ করাব।” 

দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন, “হিরণকে প্রার্থী করে আমরা খুবই খুশি, উচ্ছ্বসিত, আনন্দিত। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাই। ঘাটালের লোকজনও খুব খুশি। আমার বিশ্বাস তাঁরা দুহাত ভরে হিরণকে ভোট দেবেন। হিরণই জিতবেন এখানে। ওনার হাত ধরেই ঘাটাল মাস্টার প্ল্য়ানের সাফল্য আসবে।” প্রসঙ্গত, এই ঘাটালেই বর্তমান সাংসদ রয়েছে তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নে আশাবাদ দেবও। তিনি এবারও দাঁড়াচ্ছেন ঘাটালে। ঘোষণা করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই টলিউডের দুই হিরোর লড়াইয়ে যে ঘাটাল যে ক্রমেঅ তুপ্ত তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ হাসি হাসে কে। 

Next Article