Ghatal Flood: এক বুক জলে সাঁতরে বাড়ি-বাড়ি পৌঁছে দিচ্ছেন ঔষুধ! আশা কর্মীর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 07, 2021 | 4:46 PM

Flood: এরপর ওই আশা কর্মী সাঁতরে গিয়ে নিজেই সেই পরিবারের হাতে ওষুধ দিয়ে আসেন।

Ghatal Flood: এক বুক জলে সাঁতরে বাড়ি-বাড়ি পৌঁছে দিচ্ছেন ঔষুধ! আশা কর্মীর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আশা কর্মী পৌঁছে দিচ্ছেন ঔষুধ (নিজস্ব চিত্র)

Follow Us

ঘাটাল: বৃষ্টি কমেছে। জল একটু একটু করে নামতে শুরু করলেও এখনও জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা। স্বাভাবিক হয়নি সেখানকার জনজীবন। জল সমস্যায় যখন জর্জরিত জীবন সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফের সেখানকার ভিডিয়ো।

কী রয়েছে ভিডিয়োতে?
জলমগ্ন রাস্তা। তাই এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে তার একমাত্র মাধ্যম এখন ডিঙি বা নৌকা। এবার অনেক বাড়িতেই ডিঙি নেই। যার কারণে শরীর অসুস্থ হলেও হাসপাতালে যেতে পারছেন না অনেকেই। এর মধ্যে শ্যামলী মান্না নামে এক আশা কর্মী তিনি বন্যার জল সাঁতরে এক জায়গা থেকে অন্য জায়গায় ওষুধ পৌঁছে দিচ্ছেন। বাড়ি-বাড়ি চলে যাচ্ছেন ওষুধ নিয়ে।

জানা গিয়েছে,ঘাটালের বলরামপুরের একটি পরিবারের অধিকাংশ লোকেরই সর্দি জ্বর দেখা দিয়েছিল। তাঁদের ওষুধের খুবই প্রয়োজন ছিল। অথচ জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। নৌকাও মেলেনি। সেই কারণে তাঁরা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এরপর ওই আশা কর্মী সাঁতরে গিয়ে নিজেই সেই পরিবারের হাতে ওষুধ দিয়ে আসেন।

এবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ঘাটালের স্বাস্থ্য দপ্তরে কর্মী থেকে শুরু করে মহকুমাশাসক আশাকর্মীকে কুর্নিশ জানিয়েছেন। লিখেছেন, ” আমাদের আশা দিদিমণিরা আমাদের গর্ব, অহংকার। একের পর এক বন্যা এসে জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে ঘাটাল মহকুমায়। বারে বারে জল পেরিয়ে মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। অদম্য এই ইচ্ছাশক্তিকে স্যালুট।”

এদিকে, ঘাটাল পৌর এলাকার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে সরতে শুরু করেছে জল। এই জল যন্ত্রণার মাঝেই আড়ম্বরে না হলেও ছোটো করে দুর্গাপুজো হবে এমনটাই জানা গিয়েছে। সেইকারণে তুঙ্গে প্রস্তুতি। এখন প্যান্ডেল বাঁধতে ব্যস্ত অনেক পুজো কমিটির সদস্যরা।

তাঁরা জানিয়েছেন, অন্যান্য বছর তারা থিম পুজোয় মাধ্যমে দুর্গাপুজো করে থাকে কিন্তু এ বছর আর হবে না। কারণ এখনও ঘাটাল থেকে সম্পূর্ণভাবে জল নামেনি। এককথায় জল যন্ত্রণার মাঝে দুর্গাপুজোয় বিষাদের সুর পশ্চিম মেদিনীপুরে।

এর আগে বন্যা ত্রাণ নিয়ে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল এক গলা জলে দাঁড়িয়ে রয়েছেন মহিলা থেকে পুরুষ। বন্যার ত্রাণের জন্য হাহাকার করছেন সকলে। দূরে দাঁড়িয়ে একটি নৌকা সেখান থেকে দেওয়া হচ্ছে ত্রিপল ও বন্যার ত্রাণ সামগ্রী। সেই ত্রাণ নিতে নৌকার কাছে সাঁতরে যাচ্ছেন মহিলারা। হুড়োহুড়ি করছেন।ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কমেন্টের বন্যা বইছে সেখানে। কেউ কেউ লিখছেন পরিস্থিতি কতটা সঙ্গিহীন হয়েছে সেই চিত্রই ফুটে উঠেছে।

আরও পড়ুন: Durga Puja 2021: দুর্গাপুজোয় ‘দুয়ারে পাঠশালা’, ‘বর্ণপরিচয়ে’ হাতেখড়ি শবর শিশুদের

আরও পড়ুন:Dilip Ghosh: ‘৬ লক্ষ ত্রিপল কোথায় গেল?’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন দিলীপের

Next Article