তন্ময় প্রামাণিক: না, দেবীর চক্ষুদান নয়। বরং জ্ঞানের চক্ষুদানেই রত হয়েছেন দুই শিক্ষক। সবংয়ের প্রত্য়ন্ত এক গ্রামে অন্ধকার অপুষ্ট শবর শিশুদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে বর্ণপরিচয়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পাড়াটির দূরত্ব বড়জোর আটশো মিটার। তবুও এখানে আসেনি পড়াশোনার চল। বাসিন্দা সংখ্যা একশো পেরোলেও সেই প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির গণ্ডি টপকেছে মাত্র একজন। প্রশাসন, রাজনীতির লোকেরা কেউ কে দেখেননি? খোঁজ করেননি এই না পাওয়া মানুষগুলো কেমন অবস্থায় আছেন? প্রশ্ন উঠছে। এদের দুয়ারে কোনো সরকার পৌঁছয়নি। এদের দুয়ার জুড়ে শুধু অশিক্ষা, অপুষ্টি, অভাব আর অন্ধকার।