Belda Murder: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আট বছরের ছেলের সামনে স্ত্রীর গলার নলি কেটে ‘খুন’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2023 | 1:53 PM

Belda Murder: বৃহস্পতিবার ভোরে রক্তাক্ত মৃতদেহ সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Belda Murder:  স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আট বছরের ছেলের সামনে স্ত্রীর গলার নলি কেটে খুন
স্ত্রীকে খুনের অভিযোগ

Follow Us

পশ্চিম মেদিনীপুর: রাত থেকেই স্বামী-স্ত্রীর অশান্তির আওয়াজটি জানতে পেরেছিলেন প্রতিবেশীরা। তাঁরা বিষয়টি জানলেও দাম্পত্য বিবাদ বলে নাক গলাননি। সকাল উঠে বছর আটেকের বাচ্চা ছেলেটার কান্না শুনে গিয়েছিলেন। দেখেন,ঘরের মধ্যে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শিশুটির মা। গলায় বড় ক্ষত। রক্ত বেরিয়ে শুকিয়ে গিয়েছে। আট বছরের ছেলের সামনে গলার নলি কেটে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা হেমচন্দ্র অঞ্চলের গহিরা গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গহিরা গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রীকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে বছর তিরিশের মঞ্জু বারিকের। এরপর বৃহস্পতিবার ভোরে রক্তাক্ত মৃতদেহ সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঞ্জুর স্বামী কালীপদ বারিক পেশায় দিনমজুর। কয়েক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের বর্তমানে আট বছরের এক ছেলেও রয়েছে। তবে নানা কারণে দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। বুধবারও অশান্তি হয়। কিন্তু পারিবারিক ঝামেলা ভেবে প্রতিবেশীরা আর মধ্যস্থতা করেননি। সকালে বাচ্চা ছেলেটার কান্নার আওয়াজ শুনে গিয়েছিলেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন মেঝেতে মহিলার দেহ পড়ে রয়েছে। স্বামী পলাতক। এরপর প্রতিবেশীর মহিলার বাপেরবাড়ির সদস্যদের খবর দেন। সঙ্গে খবর দেওয়া হয় থানায়। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যান।
ঘটনার নেপথ্যে উঠে আসছে কালীপদ বারিকের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। মৃতার বাবার অভিযোগ,  “আমার জামাইয়ের  অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। সেটা আমরা আগেই শুনেছিলাম। রাত দশটাতেও কথা হয়েছে। আমি বলেছিলাম, আমার বাড়িতে না থাকবি, তো অন্য জায়গায় রেখে দেব। তারপরই রাতে ফের ফোন আসে মেরে দিয়েছে।”

Next Article