Cyclist: অদ্ভুত সাইকেল! বিনা প্যাডেলে দীর্ঘতম পথ পার, গিনেস বুকে নাম তুলতে চলেছেন সবংয়ের দেবেন

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jan 09, 2022 | 5:50 PM

Paschim Medinipur: এই সাইকেলটি বড়ই অদ্ভুত। নেই চেন, নেই ব্রেক, নেই সীট, না, কোনও গিয়ারও নেই। এমনই সাইকেল নিয়েই বিনা প্যাডেলে দীর্ঘতম পথ অতিক্রম করার গিনেস বুকে ( Guinness Book of World Records) নাম তোলার লক্ষ্যে তিনি আগুয়ান।

Cyclist: অদ্ভুত সাইকেল! বিনা প্যাডেলে দীর্ঘতম পথ পার, গিনেস বুকে নাম তুলতে চলেছেন সবংয়ের দেবেন
সেই বিশেষ সাইকেলে দেবেন। নিজস্ব চিত্র।

Follow Us

খড়গপুর: ‘কতটা পথ পেরলে তবে পথিক বলা যায়…’। তাঁর পরিচয় সাইক্লিস্ট (Cyclist)। সাইকেল নিয়ে নিত্যনতুন কারিকুরি দেখিয়েই তাঁর জীবিকা নির্বাহ। তবে এই সাইকেলটি বড়ই অদ্ভুত। নেই চেন, নেই ব্রেক, নেই সীট, না, কোনও গিয়ারও নেই। এমনই সাইকেল নিয়েই বিনা প্যাডেলে দীর্ঘতম পথ অতিক্রম করার গিনেস বুকে ( Guinness Book of World Records) নাম তোলার লক্ষ্যে তিনি আগুয়ান। ডাকাবুকো দেবেনের আশা এবার রেকর্ড হবেই।

ডেবরার বালিচক থেকে সবংয়ের দশগ্রাম পর্যন্ত একনাগাড়ে ৩৩.৫ কিমি পথ অতিক্রম করলেন বিনা প্যাডেলে! তিনি দেবেন্দ্রনাথ বেরা। রবিবার এই পথ পরিক্রমায় সময় নিলেন সাকুল্যে তিন ঘণ্টা। বালিচক নেতাজি ক্লাব সংলগ্ন এলাকা থেকে তাঁর সাইকেল যাত্রার সূচনা করেন খোদ রাজ্যের মন্ত্রী হুমায়ূন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন পিংলার সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ চক্রবর্তী, ডেবরার আইসি কৃষ্ণেন্দু হোতা, এসডিপিও গোবিন্দ শিকদার, বিশিষ্ট ফুটবল জাগলার মনোজ মিশ্র, বিকাশ ভূঞ্যা- সহ একাধিক বিশিষ্ট জন।

এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করেন দেবেন। তিনি দশগ্রাম পৌঁছান পৌনে দুটোয়। দশগ্রাম বাজারে তাঁর সাইকেল পরিভ্রমণের সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন সবং থানার ওসি সুব্রত বিশ্বাস, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র প্রমুখ। সমগ্র যাত্রাপথটি এদিন ডেবরা, পিংলা ও সবংয়ের পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে দেবেনবাবুকে এসকর্ট করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন।

কে এই দেবেন্দ্রনাথ?

সাইকেলই তার প্যাশন। এই সাইকেলে চেপে ২১ রকমের খেল দেখাতে পারেন দেবেন্দ্রনাথ বেরা। সারা ভারত ঘুরে এসেছেন এই সাইকেল চালিয়ে। এতে নেই চেন, নেই সিট, নেই ব্রেক! স্রেফ হাত দিয়ে চাকা ঘুরিয়ে চলে এই সাইকেল। এদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলতে ৩৩.৫ কিমি পথ অতিক্রম করলেন অনায়াসে। আশা, রেকর্ড হবেই। সাইক্লিস্টের পাশে তামাম জেলাবাসী।

আরও পড়ুন: BJP: ফের বিজেপিতে ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’! এবার গ্রুপ ত্যাগ শঙ্কুদেব পাণ্ডার

আরও পড়ুন: West Bengal Municipal Election: উড়েছে করোনা বিধি, পাঁচের জায়গায় ১০০ জন নিয়েই চলছে বিজেপির দেদার প্রচার

আরও পড়ুন: Indian Navy: সমুদ্রে বিকল ট্রলার! ২০ মৎস্যজীবীকে উদ্ধার করে বাংলাদেশ পাঠাল ভারতীয় নৌসেনা

Next Article