Dev: ‘আমাকেই ভোট দিতে হবে বলছি না…’, অশান্তির খবর পেয়েই ভোটারদের অভয় দিতে বাইক নিয়ে ছুটলেন দেব

Ashim Bera | Edited By: জয়দীপ দাস

May 25, 2024 | 12:49 PM

Dev: এদিন সকাল থেকেই ঘাটালের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা যায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান দেব। শুরুতেই ঘাটালের দৌলতচক ৭১ নম্বর বুথ সহ- ঘাটালের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র ঘুরে দেখেন।

Dev: ‘আমাকেই ভোট দিতে হবে বলছি না…’, অশান্তির খবর পেয়েই ভোটারদের অভয় দিতে বাইক নিয়ে ছুটলেন দেব
বাইকে ঘুরছেন দেব
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ঘাটাল: জোরকদমে চলেছে ভোট প্রচার। বিগত কয়েক সপ্তাহ ধরে ঘুরেছেন ঘাটালের এ প্রান্ত থেকে অপ্রান্ত। অবশেষে অগ্নিপরীক্ষা। সকাল থেকেই প্রস্তুত দেব। একবারে অন্য মেজাজে দেখা গেল অভিনেতা সাংসদকে। মাথায় হেলমেট, পরনে সাদা নীল ছাপ শার্ট, জিনস। চেপে বসলেন দলীয় কর্মীদের বাইকে। এদিন সকাল থেকে দলের কর্মীদের সঙ্গে নিয়ে এভাবেই বাইকে চড়ে বুথে বুথে ঘুরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। 

সকালেই ঘাটালের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা যায়। খবর পাওয়া মাত্রই ছুটে যান দেব। শুরুতেই ঘাটালের দৌলতচক ৭১ নম্বর বুথ সহ- ঘাটালের বিভিন্ন এলাকায়  ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হতেই দৌলতচকে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে দৌলতচকে আসেন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে নির্ভয়ে ভোট দেওয়ারও আবেদন করেন। 

দেব বলেন, “দশ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। আমি শুনেই গিয়েছি। কিন্তু চাই সবাই ভোটটা দিক। আমি সবাইকে বলছি আপনারা ভোট দিন। কেউ আটকালে ভয় পাবেন না। আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোটটা দিন। আমাকেই ভোট দিন বলছি না। যাকে ভাল লাগে তাঁকে ভোট দিন।”   

Next Article