Hiran in Ghatal: ‘হাত জোড় করে মাফি চাইতে হবে’, রাস্তায় শুয়ে পড়লেন বৃদ্ধ, ১৪৪ ধারার মধ্যেও হাতে লাঠি নিয়ে কারা?

Supradeep Mondal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 25, 2024 | 11:15 AM

Hiran in Ghatal: হিরণ প্রশ্ন তুলেছেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কারা এভাবে হাতে লাঠি নিয়ে ঘুরছে? পুলিশ কেন সব জেনেও এল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তৃণমূলই এগুলো করাচ্ছে বলে অনুমান বিজেপি প্রার্থীর।

Hiran in Ghatal: হাত জোড় করে মাফি চাইতে হবে, রাস্তায় শুয়ে পড়লেন বৃদ্ধ, ১৪৪ ধারার মধ্যেও হাতে লাঠি নিয়ে কারা?
রাস্তায় শুয়ে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: ভোটের দিন সকাল থেকেই জায়গায় জায়গায় বাধার অভিযোগ তুলছিলেন বিজেপি প্রার্থী হিরণ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে অন্য ছবি। মাঝপথেই হিরণকে আটকে দিল একদল লোক। তাঁদের হাতে লাঠি। রীতিমতো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। এক বৃদ্ধ শুয়ে পড়ে চীৎকার করতে থাকেন।

কেশপুরের ওই গ্রামবাসীদের দাবি, এলাকায় অশান্তি হচ্ছে। আর তার নেপথ্যে রয়েছেন হিরণ। তাঁর জন্য অনেকে আহত হয়েছেন বলেও দাবি গ্রামবাসীদের।

শুয়ে পড়ে বৃদ্ধ বলতে থাকেন, হিরণকে হাত জোড় করে মাফি চাইতে হবে। হিরণের সঙ্গে আমরা কথা বলতে চাই। উনি কেন এলাকায় এলেন। উনি আসার আগে কখনও অশান্তি হয়নি। এলাকা থেকে বের করে দিতে হবে হিরণকে। এরপর হিরণের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ।

পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কোনও মতে হিরণকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই হিরণ প্রশ্ন তুলেছেন, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কারা এভাবে হাতে লাঠি নিয়ে ঘুরছে? পুলিশ কেন সব জেনেও এল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তৃণমূলই এগুলো করাচ্ছে বলে অনুমান বিজেপি প্রার্থীর।

উল্লেখ্য, এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরতে দেখা যায় হিরণকে। ভোটে বাধা দেওয়া হচ্ছে শুনে নিজে ভোটারের হাত ধরে বুথে পর্যন্ত নিয়ে যান হিরণ।

Next Article