DEV: ‘আমার মেয়েকে খুঁজে দিন’, দেবকে দেখেই হাতজোড় করে বললেন এক মা
DEV: স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৯ দিন ধরে মেয়ে নিখোঁজ। নাবালিকা মেয়ে কোথায় গেল খোঁজ দিতে পারছে না পুলিশও। বুধবার ঘাটালের বীরসিংহ এলাকায় তৃণমূল ঘাটালের সাংসদ দেব-এর সঙ্গে দেখা করলেন নাবালিকার মা-বাবা।

ঘাটাল: ‘আমার মেয়েকে খুঁজে দিন.., আমার মেয়েকে খুঁজে দিন।’ সাংসদ দেবের কাছে এভাবেই কাতর আর্জি এক মায়ের। বুধবার নিজের সংসদীয় ক্ষেত্র ঘাটালে গিয়েছিলেন তিনি। সেখানেই এক মহিলা তাঁকে জানান, দেব যেন তাঁর নাবালিকা মেয়েকে খুঁজে দিতে সাহায্য করেন। হাতজোড় করে মায়ের কাতর আকুতি ‘মেয়েকে ফিরিয়ে দিন’।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৯ দিন ধরে মেয়ে নিখোঁজ। নাবালিকা মেয়ে কোথায় গেল খোঁজ দিতে পারছে না পুলিশও। বুধবার ঘাটালের বীরসিংহ এলাকায় তৃণমূল ঘাটালের সাংসদ দেব-এর সঙ্গে দেখা করলেন নাবালিকার মা-বাবা। সাংসদের পায়ে পড়ে নাবালিকার মায়ের আর্তি, ‘আমার মেয়েকে খুঁজে দিন।’ তাঁদেরকে সাহায্যের আশ্বাস দিলেন সাংসদও।
গত ১১ জুলাই বিকেলে টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েও মিলেনি সুরাহা বলে দাবি ওই মহিলার মা-বাবার। দেবের সঙ্গে তাঁরা কথা বলে নিখোঁজের পরিবার। দেব তাঁদের একটি ফোন নম্বর দিয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ফোন করে এই বিষয়ে খোঁজ নেওয়ার পরামর্শও দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন দেব।
খড়ার পৌর এলাকার এলাকার বাসিন্দা নিখোঁজ ওই নাবালিকার বাবা-মা বলেন, “আমাদের মেয়ে ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল। ক্লাসে প্রথম হয়। এ বার মাধ্যমিক দেবে। টিউশন নিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়!” তাঁদের অনুমান, মেয়ে এক যুবকের সঙ্গে ইদানিং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তার সঙ্গে কোথাও পালিয়ে গিয়েছে।
মেয়েকে ফিরে পেতে ঘাটাল থানায় তাঁরা লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাই এ দিন দেব সঙ্গে ঘাটালে আসছেন শুনেই দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নিখোঁজ ওই নাবালিকার বাবা-মা। তাঁদের বছর পাঁচেকের একটি ছেলেও আছে। এদিন, তাকে সঙ্গে নিয়েই ঘাটালের বীরসিংহ এলাকায় পৌঁছে যান তাঁরা।
এবিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন, “মেয়ে হারানোর বিষয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ সমস্ত ধরনের তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেটির মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে।”

