AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘আমি কি ঘেয়ো কুকুর?…’, দলবদলের জল্পনা নিয়ে বড় কথা বলে দিলেন দিলীপ

Dilip Ghosh: তাঁর সংযোজন, 'বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহিদ হয়ে যাবে।'

Dilip Ghosh: 'আমি কি ঘেয়ো কুকুর?...', দলবদলের জল্পনা নিয়ে বড় কথা বলে দিলেন দিলীপ
দিলীপ ঘোষImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 21, 2025 | 8:06 AM
Share

পশ্চিম মেদিনীপুর: দূরত্ব প্রায় ১২৭ কিলোমিটার। কিন্তু কর্মসূচির উদ্দেশ্য এক। তা হল ‘শহিদ স্মরণ’। এক দিকে ধর্মতলা তৃণমূলের ‘শহিদ’। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বিজেপির ‘শহিদ’।

একুশে জুলাইয়ের দিন তিনি যে চমক দেবেন, সেই কথাটা বারংবার বলেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু তৃণমূলের ‘শহিদের’ পাল্টাই বিজেপির ‘শহিদ’ এই তাঁর চমক? এই প্রশ্নের আপাতত নিশ্চিত কোনও উত্তর নেই। তবে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপি একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনও চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটায় নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে। ডিম ভাতের প্রোগ্রাম চলে। আমরা মনে করি, শহিদ তো আমাদের হয়েছে। যে শহিদদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক?’

তাঁর সংযোজন, ‘বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহিদ হয়ে যাবে।’

এই একুশে জুলাই তাঁকে কোনও না কোনও মঞ্চে দেখা যাবে বলেই দাবি করেছিলেন দিলীপ ঘোষ। দলের নেতৃত্বের সঙ্গে দূরত্ব। তার মধ্য়ে এমন মন্তব্য। জল্পনা তৈরি হয়েছিল, তবে কি দলবদল করতে চলেছেন তিনি? এদিন সেই নিয়েও মুখ খুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বললেন, ‘আমি কি ঘেয়ো কুকুর নাকি যে সকাল-সন্ধ্যা এ বাড়ি, ওই বাড়ি ঘুরে বেড়াব? যারা নিজেরা এই দল, ওই দল ঘুরে বেড়ায়, তারা এই ধরনের প্রচার করে। বিজেপি কর্মীরা বিকাউ নয়। মারলে রাজ্য ছাড়া হতে পারে, কিন্তু ঝান্ডা ছাড়া নয়।’

তবে একদিকে যখন বঙ্গ বিজেপি শুভেন্দু নেতৃত্বে উত্তরকন্যা অভিযান করতে চলেছে। সেই দিনেই অন্য কর্মসূচি দিলীপের। একুশে যেন ‘লড়াই’ রয়েছে বজায়। এদিন দিলীপ বলেন, ‘ উত্তরবঙ্গে বিজেপি কর্মীরা যাবেন। কিন্তু এখানে শুধু মেদিনীপুরের কর্মীরাই আসছেন।’