BJP-TMC: নাটকের পর নাটক, সদস্য পাল্টি খেতেই চাপে তৃণমূল, ঘাটালে পঞ্চায়েতের দখল নিল বিজেপি
BJP-TMC: বোর্ড গঠনের পরেই হঠাৎ বিজেপির এক পঞ্চায়েত সদস্য রমা মণ্ডল যোগদান করেন তৃণমূলে। মুহূর্তে পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। বোর্ড দখল করে নেয় তৃণমূল। কিন্তু, তখনও কী কেউ জানতেন পিকাচার এখনও অনেকটাই বাকি।

ঘাটাল: তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য যোগ দিলেন বিজেপিতে। রাতারাতি পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে। ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করে নিল বিজেপি। খুশির হাওয়া পদ্ম শিবিরে। সূত্রের খবর, এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫। শেষ পঞ্চায়েত ভোটে বিজেপি জয় লাভ করে আটটি আসনে, তৃণমূল জয় লাভ করে সাতটি আসনে। স্বভাবতই গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু, গল্পে দেখা যায় নয়া টুইস্ট।
বোর্ড গঠনের পরেই হঠাৎ বিজেপির এক পঞ্চায়েত সদস্য রমা মণ্ডল যোগদান করেন তৃণমূলে। মুহূর্তে পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। বোর্ড দখল করে নেয় তৃণমূল। কিন্তু, তখনও কী কেউ জানতেন পিকাচার এখনও অনেকটাই বাকি। ওই ঘটনার এক মাসের মাথায় ফের পালাবদল। একমাস পরেই আবার পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। তৃণমূলের টিকিটে জয়ী এক গ্রাম পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্য যোগদান করলেন বিজেপিতে।
লক্ষ্মীপুজোর রাতে ঘাটালের বিজেপি বিধায়ক-সহ বিজেপি নেতাদের উপস্থিতিতে দীপক বিজেপিতে যোগ দেন। জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে বিজেপির পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। তাতেই খুশির হাওয়া পদ্ম শিবিরে। দীপক বলছেন, “আমার একটা বিপদ হয়েছে। কিন্তু দল আমার পাশে নেই। বারবার প্রতিশ্রুতি দিয়েও মাথার উপর হাত রাখেনি। তাই আমি বিজেপিতে এসেছি। শীতলবাবুর হাত ধরে ওনাদের দলেই যোগ দিয়েছি।”
