Expired Medicines: পৌরসভাই দিল মেয়াদ উত্তীর্ণ ওষুধ! তদন্তে টিম গঠন

Debabrata Sarkar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 18, 2024 | 9:38 PM

Expired Medicines: পৌরসভার স্বাস্থ্য বিভাগ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে বলে অভিযোগ ওঠার পরই নড়ে চড়ে বসে মেদিনীপুর পৌরসভা। ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। পৌরসভার ফিন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার ও এক পদস্থ পৌর আধিকারিক রয়েছেন এই কমিটিতে।

Expired Medicines: পৌরসভাই দিল মেয়াদ উত্তীর্ণ ওষুধ! তদন্তে টিম গঠন
কী বলছেন পৌরপ্রধান?

Follow Us

মেদিনীপুর: পৌরসভায় চিকিৎসক দেখিয়েছেন। ওষুধও সেখান থেকে নিয়েছেন। বাড়িতে গিয়ে দেখলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে। এক রোগীর পরিবারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ল মেদিনীপুর পৌরসভায়। ঘটনাটি খতিয়ে দেখতে টিম গঠন করল পৌরসভা।

মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীচরণ দত্ত একাধিক সমস্যায় ভুগছেন গত ১০ বছর ধরে। সম্প্রতি তিনি গিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে চিকিৎসক দেখাতে। ওষুধ নিয়ে আসেন স্বাস্থ্য বিভাগ থেকে। কিন্তু যে ওষুধ তাঁকে দেওয়া হয়েছে, সেই ওষুধের মেয়াদ পেরিয়ে গিয়েছে। যদিও চোখে পড়ার সঙ্গে সঙ্গে ওষুধ তিনি আর খাননি। তবে প্রশ্ন তুলেছেন, কিভাবে পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীকে দেওয়া হয়েছে? আর যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর পৌরসভায়।

পৌরসভার স্বাস্থ্য বিভাগ মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে বলে অভিযোগ ওঠার পরই নড়ে চড়ে বসে মেদিনীপুর পৌরসভা। ঘটনার তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। পৌরসভার ফিন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার ও এক পদস্থ পৌর আধিকারিক রয়েছেন এই কমিটিতে। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন একজন ফার্মাসিস্ট, চিকিৎসক সহ অন্য কর্মীরা। এই ঘটনায় যাঁর গাফিলতি প্রমাণ হবে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে পৌরসভার তরফে।

তবে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক থেকে অন্য স্বাস্থ্য কর্মীদের বক্তব্য, যে মাসে ওষুধ এসেছে, সেই মাসেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তা তাঁরা খেয়াল করেননি। প্রশ্ন উঠছে, এই ভুল হওয়া বা খেয়াল না করার দায় কে নেবে?

 

Next Article
Ghatal: মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, বাইক দুর্ঘটনায় মৃত্যু
Garlic Price: রসুনের দাম ৪০০ টাকা, শীতের শুরুতে বাকি সবজির দাম শুনলে অবাক হবেন