Ghatal: প্যান্ডেলের ওপর ঝুলছিল ১১ হাজার ভোল্টের তার, কালীপুজোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের

Ghatal: খাসবাড় হাটতলার বাসিন্দা নবকুমার সানকির ছেলে পীযুষ। পাড়ার পুজোর প্যান্ডেলে সকাল থেকে মজা করছিল বাচ্চা ছেলেটা। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, পুজো মণ্ডপের ওপরেই বিপজ্জনক অবস্থায় ঝুলছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার।

Ghatal: প্যান্ডেলের ওপর ঝুলছিল ১১ হাজার ভোল্টের তার, কালীপুজোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 4:34 PM

ঘাটাল: কালী পুজোতে মর্মান্তিক ঘটনা। মণ্ডপের ওপরেই ১১ হাজার ভোল্টের  তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের বালকের। ঘটনা ঘাটাল থানার খাসবাড় হাটতলায়। মৃত বলাকের নাম পীযুষ সানকি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  খাসবাড় হাটতলার বাসিন্দা নবকুমার সানকির ছেলে পীযুষ। পাড়ার পুজোর প্যান্ডেলে সকাল থেকে মজা করছিল বাচ্চা ছেলেটা। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, পুজো মণ্ডপের ওপরেই বিপজ্জনক অবস্থায় ঝুলছিল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার।

পাশের দুটি বাড়ির ফাঁকে কার্যত ছুঁই ছুঁই অবস্থায় ছিল ওই তারটি। সেখানেই পুজোর জন্য তার টাঙাতে একটি বাড়ির ছাদে উঠেছিল পীযুষ। অসাবধানবশত হাত ১১ হাজার ভোল্টের তারে ঠেকে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পীযুষ। দ্রুত তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় রয়েছে শোকের ছায়া।

গোটা পাড়ায় উৎসবের আবহ এক নিমেশে বদলে যায়। প্রশ্ন উঠছে, প্যান্ডেলে ইলেক্ট্রিকের কাজ যাঁরা করেছিলেন, তাঁরা কেন সেই তারটি বিপজ্জনক অবস্থায় রেখেছিলেন? এখনও পর্যন্ত এই নিয়ে কিছু বলার মতো অবস্থায় নেই পীযুষের পরিবার।