Ghatal: বাড়ি থেকে চুরি তিন লাখি গরু, কান্নায় ভেঙে পড়ল গোয়াল পরিবার

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2024 | 1:25 PM

Ghatal:  প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন রায় পরিবার । সেই টাকাতেই চলছে সংসার। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। গরুর খোঁজে গ্রামে ঘুরছেন জগদীশ। 

Ghatal: বাড়ি থেকে চুরি তিন লাখি গরু, কান্নায় ভেঙে পড়ল গোয়াল পরিবার
বাড়ি থেকে তিন লাখি গরু চুরি
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল:  বাড়ির ঘর লাগোয়া গোয়াল ঘর। তাতেই বাঁধা ছিল তিন লক্ষ টাকার দুটি দুধেল গরু তাতেই হত দিন গুজরান। রাতেও খাবার দিয়ে শুয়েছিলেন মালিক। কিন্তু ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে যেতেই ছ্যাৎ করে উঠে বুকটা। গোয়ালঘর ফাঁকা।  দাসপুর থানার হরিরামপুরে মঙ্গলবারের সকাল থেকেই কান্নায় ভেঙে পড়লেন রায় পরিবারের সদস্যরা। সকাল ৬টা নাগাদ গোয়ালে গিয়ে দেখেন, গোয়াল থেকে গায়েব ৩ লক্ষ টাকার ২টি দুধেল জার্সি গরু।

প্রতি গরু থেকে মাসে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা উপার্জন করতেন রায় পরিবার । সেই টাকাতেই চলছে সংসার। কান্নায় ভেঙে পড়েছেন গরুর মালিক জগদীশ রায়ের স্ত্রী কাকলি রায়। গরুর খোঁজে গ্রামে ঘুরছেন জগদীশ।  কাকলির বক্তব্য, একেবারে পাড়ার মাঝে তাঁদের বাড়ি। বাড়ির পাশে গোয়াল।  রাতে নিজে হাতে খাবার দিয়ে এসেছিলেন। অভিযোগ, তাঁরা শুয়ে যাওয়ার পরই কেউ গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে গিয়েছে।

পরিবারের দাবি, গরু দুটির বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। প্রতিবেশীরাও জানাচ্ছেন, যথেষ্ট কষ্ট করেই রায় পরিবারের সংসার চলত। গরু দুটি নিয়ে পরিবারের সবাই ব্যস্ত থাকতেন। দু’বেলাই দুধ বিক্রি হত। এভাবে হঠাৎই গরু দুটি চুরি যাওয়ায় ওই পরিবারের সদস্যদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।

Next Article