সবং: নতুন পন্থায় প্রতারণার স্বীকার এক ব্যক্তি। খোয়ালেন ২ লক্ষ ১৭ হাজার টাকা। ঘটনাটি সবং ব্লকের ৭ নং নারায়ণবাড় অঞ্চলের হরিহরপুর এলাকায়। জানা গিয়েছে, রামেশ্বর শিট পশ্চিম মেদিনীপুর জেলার ট্রেকার ইউনিয়নের সভাপতি। ওই ব্যক্তির ফোনে গত ২৯ ডিসেম্বর একটি ফোন আসে। রামেশ্বরের বক্তব্য, ফোন করে বলা হয় , “ADO অফিস থেকে বলছি, প্রধানমন্ত্রী কৃষান সম্মাননিধি যোজনায় আপনার ত্রুটি রয়েছে। আপানাকে অনলাইনে ঠিক করতে হবে।” রামেশ্বর অবশ্য বলেছিলেন, যদি কোনও সমস্যা হয়েই থাকে, তাহলে তিনি দফতরে নিজে গিয়ে ঠিক করে আসবেন।
কিন্তু কথার জালে ফাঁসিয়ে প্রতারকরা তাঁকে বলেন, যদি ঠিক করার প্রয়োজন হয়, তাহলে অফিসে যাওয়ার দরকার নেই। অনলাইনে করলেই হবে। এরপর এক প্রতিবেশির কাছে যান ওই ব্যক্তি। সেই যুবকের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও হয়। ৩ দিন পর হঠাৎ ওই ফোনের সিমটি বন্ধ হয়ে যায়।
তখন রামেশ্বর কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি কাস্টোমার কেয়ারে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নিজস্ব সীমকার্ডটি অন্য ব্যাক্তির নামে পোর্ট হয়ে গিয়েছে।তৎক্ষণাৎ এক ব্যাক্তির পরামর্শে ব্যাঙ্কে যান। ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন, দফায় দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। মেদিনীপুর সাইবার ক্রাইম থানা ও সবং থানাতে অভিযোগ দায়ের করেন রামেশ্বর। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।