Paschim Medinipur: স্কুল পড়ুয়াদের একবেলার কেড়ে নিল চোর, শোরগোল চন্দ্রকোনার স্কুলে

Ashim Bera | Edited By: জয়দীপ দাস

Jan 10, 2024 | 4:44 PM

Paschim Medinipur: খবরটি চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। দোষীদের শাস্তির দাবি করছেন অভিভাবকরা। তবে কে বা করা এই কাজ করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Paschim Medinipur: স্কুল পড়ুয়াদের একবেলার কেড়ে নিল চোর, শোরগোল চন্দ্রকোনার স্কুলে
ঘটনায় জোর শোরগোল স্কুলে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

চন্দ্রকোনা: স্কুল পড়ুয়াদের খাবার কেড়ে নিল চোর। লুঠ হয়ে গেল রান্নার সামগ্রী। স্কুলে এসে পড়াশোনার পাঠ চললেও খালি পেটেই ফিরতে হল স্কুল পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা-১ ব্লকের লক্ষীপুর-১ গ্রাম পঞ্চায়েতের রামচক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার খবর চাউর হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলের অন্দরেও। দোষীদের কঠোর শাস্তির দাবিও উঠেছে এলাকার নাগরিক মহল থেকে। 

সূত্রের খবর, এদিন সকালে স্কুলে এসে দেখা যায় রান্না ঘরের তালা খোলা অবস্থায় পড়ে আছে। শুধু চাল ডাল নয়, রান্না করার যে সমস্ত সামগ্রী আছে সেগুলিও চুরি গিয়েছে। তা দেখেই মাথায় রান্নার লোকজনের। খবর যায় শিক্ষকদের কাছেও। শোরগোল পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। খবরটি চাউর হতেই তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। স্কুলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। দোষীদের শাস্তির দাবি করছেন অভিভাবকরা। তবে কে বা করা এই কাজ করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

ওই স্কুলের প্রধান শিক্ষিকা শিবানী নায়ক জানান, এদিন সকালে স্কুলে এসে দেখেন স্কুলের রান্নাঘর ও অফিস ঘরের তালা খোলা অবস্থায় রয়েছে। চুরি গিয়েছে চাল-ডাল-তেল মশলা। একইসঙ্গে তিনটি কড়াই ও দুটি হাড়ি-সহ রান্নার অন্যান্য জিনিসপত্রও উধাও হয়ে গিয়েছে। যে কারণে দুপুরে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার না খেয়ে বাড়ি ফিরতে হল স্কুল পড়ুয়াদের। স্কুলে এসে অন্যান্য দিনের মতো পড়াশোনা করলেও একপ্রকার খালি পকেটেই ফিরতে হল স্কুল পড়ুয়াদের। ইতিমধ্যেই চুরির বিষয়ে স্কুলের তরফে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে।