Medinipur Accident: চার চাকায় লাগল আগুন, গাড়ির ভিতরেই জ্যান্ত জ্বলে মৃত্যু একাধিকের

Debabrata Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2024 | 6:21 PM

Medinipur Accident: এলাকার বাসিন্দা সমীর ঘোষ বলেন, "দুটো গাড়িই দ্রুত গতিতে আসছিল। একে অন্যের মুখোমুখি ধাক্কা মারে। এরপর চারচাকা গাছে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। গাড়ির ভিতরে কতছিল বলতে পারব না। তবে চারজন ছিল বলে মনে হচ্ছে। চারজনই পুড়ে মারা গেছে।"

Medinipur Accident: চার চাকায় লাগল আগুন, গাড়ির ভিতরেই জ্যান্ত জ্বলে মৃত্যু একাধিকের
পুড়ে গেল গাড়ি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেদিনীপুর: চার চাকা গাড়ি করে যাচ্ছিলেন কয়েকজন। তখনই বড়সড় দুর্ঘটনা। আগুন ধরে গেল ছোট গাড়িটিতে। গাড়ির ভিতরেই জীবন্ত অবস্থায় জ্বলে মারা গেলে একাধিক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর লালগড় রাজ্য সড়কে।

জানা গিয়েছে, সোমবার বিকেলে লালগড়ের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি চারচাকা গাড়ি। অপরদিক থেকে আসছিল একটি বাস। দুটি গাড়িই তীব্র গতিতে আসছিল। তখনই মর্মান্তিক দুর্ঘটনা। একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই আগুন লেগে যায় ছোট গাড়িটিতে। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিকের।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনারস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকার বাসিন্দা সমীর ঘোষ বলেন, “দুটো গাড়িই দ্রুত গতিতে আসছিল। একে অন্যের মুখোমুখি ধাক্কা মারে। এরপর চারচাকা গাছে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। গাড়ির ভিতরে কতছিল বলতে পারব না। তবে চারজন ছিল বলে মনে হচ্ছে। চারজনই পুড়ে মারা গেছে।”

Next Article