Netai: শহিদ মঞ্চের সামনে অঝোরে কাঁদছেন! ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আশায় নেতাইয়ের পরিবার

Debabrata Sarkar | Edited By: অংশুমান গোস্বামী

Jan 08, 2024 | 8:29 AM

নেতাইয়ে শহিদ মঞ্চের সামনে দাড়িয়ে অঝোরে কেঁদে চলেছেন মালতি ঘাটা। ৭ জানুয়ারি সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া বিভিন্ন দলের নেতা-মন্ত্রীদের সামনেই নিজেদের কষ্টের কথা জানিয়েছেন তিনি। তাঁর ছেলে গত এক বছর ধরে অসুস্থ। ছেলেকে বাঁচানোর কাতর আর্জি নিয়েই শহিদ মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। যদি কেউ সাহায্য করে সেই আশাতেই তিনি এসেছিলেন বল জানিয়েছেন।

Netai: শহিদ মঞ্চের সামনে অঝোরে কাঁদছেন! ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আশায় নেতাইয়ের পরিবার
নেতাইয়ের শহিদ মঞ্চ
Image Credit source: facebook

Follow Us

নেতাই: সকালে তৃণমূল, সন্ধ্যায় শুভেন্দু অধিকারী। নেতাইয়ে গিয়ে শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দুই পক্ষই। ২০১১ সালে নেতাইয়ে সিপিএম নেতার বাড়ি থেকে ছোড়া গুলিতে মারা যান ৯ জন গ্রামবাসী। আহত হন প্রায় ২৮। সে দিনের ঘটনায় আহত হয়েছিলেন নব ঘাটা। গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তিনি অসুস্থ। সে ভাবে কাজও করতে পারেন না তিনি। রবিবার নেতাইয়ের শহিদ মঞ্চের সামনে দাঁড়িয়েই অঝোরে কাঁদলেন নব ঘাটার স্ত্রী মালতী ঘাটা। নব ও মালতীর ছেলেও গত এক বছর অসুস্থ। কিন্তু চিকিৎসার জন্য তেমন সাহায্য পাননি বলে অভিযোগ। নেতাইয়ের শহিদ মঞ্চের পাশে এসে পরিবারের অভিযোগ, তাঁদের পাশে কেউ নেই। মন্ত্রী বীরবাহা হাঁসদার কাছেও সাহায্য প্রার্থনা করেছেন মালতী। বীরবাহা তাঁকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্যও অপেক্ষা করেছেন মালতী। নেতাইয়ের ঘটনায় গুলিবিদ্ধ হওয়া নব-র পরিবারের পাশে কে দাঁড়ায় সেটাই এখন দেখার।

নেতাইয়ে শহিদ মঞ্চের সামনে দাড়িয়ে অঝোরে কেঁদে চলেছেন মালতি ঘাটা। ৭ জানুয়ারি সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া বিভিন্ন দলের নেতা-মন্ত্রীদের সামনেই নিজেদের কষ্টের কথা জানিয়েছেন তিনি। তাঁর ছেলে গত এক বছর ধরে অসুস্থ। ছেলেকে বাঁচানোর কাতর আর্জি নিয়েই শহিদ মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। যদি কেউ সাহায্য করে সেই আশাতেই তিনি এসেছিলেন বল জানিয়েছেন।

২০১১ সালে নেতাইয়ে গুলিচালনার ঘটনায় আহত হয়েছিলেন নব ঘাটা। আজও অসুস্থ তিনি। থাকেন মেয়ের বাড়িতে। তখন হতে গুলি লেগেছিল। তাঁর এক মাত্র ছেলে গত এক বছর ধরে কিডনির অসুখে অসুস্থ। কিন্তু ছেলের চিকিৎসার জন্য স্থানীয় নেতাদের কাছে গিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। মালতী জানিয়েছেন, শাসকদলের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা সাহায্য পেয়েছেন ছেলের জন্য। কিন্তু তাতে কী হবে, এ প্রশ্ন মালতি ঘাটার মনেও। ছেলেকে কি আদৌ সুস্থ করে তুলতে পারবেন, এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার জন্য মঞ্চের পাশেই সন্ধ্যা অবধি দাঁড়িয়ে ছিলেন তিনি। শুভেন্দুর কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

Next Article