পশ্চিম মেদিনীপুর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধ বিজেপি বিধায়ক সহ গ্রামবাসীদের, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে দোষ চাপালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কপাটিয়া পোল এলাকায়। জানা গিয়েছে, পাঁচ বছর ধরে ঘাটাল রানিচক রাস্তার কপাটিয়ার পু থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ পিচ রাস্তার বেহাল দশা। ছোট বড় গর্তে ভরা এই পিচ রাস্তা।
যদিও এই রাস্তাটি এক বছর আগে জেলা পরিষদ থেকে মেরামত করার সময় নিম্নমানের রাস্তা মেরামতের কাজ হচ্ছিল এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তার মেরামতের কাজ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল ব্লকের বিডিও সহ প্রশাসনের বিভিন্ন অধিকারিকরা, বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা। তাঁরা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন, রাস্তার দায়িত্বে থাকা ঠিকাদারকে নিয়ে এসে সঠিকভাবে রাস্তাটি মেরামত করে দেওয়া হবে।
তারপর থেকে এক বছর কেটে গেলেও আজ পর্যন্ত মেরামত হয়নি ওই রাস্তা, ঘাটাল রানিচক রাস্তার কপাটিয়ার পুল থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার প্রধানমন্ত্রীর গ্রামীন পিচ রাস্তার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ কপাটিয়া পুল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি সহ গ্রামবাসীদের, রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির কর্মী সমর্থক ও গ্রামবাসীরা। বিধায়কসহ গ্রামবাসীদের অভিযোগ এক বছর আগে প্রশাসনের আধিকারিকরা এই রাস্তা মেরামতের আশ্বাস দিয়ে গেলেও আজ পর্যন্ত কোন সুরাহা পাইনি। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ, পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।
যদিও এই রাস্তা মেরামতের বিষয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে দোষ চাপালেন, ঘাটাল ব্লকের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর।