Water Problem: কল রয়েছে, তবে পড়ে না জল, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে পোস্টার দিল সিপিএম

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 04, 2022 | 1:25 PM

Paschim Medinipur: তিন বছর ধরে পানীয় জলের চরম সমস্যা, ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।

Water Problem: কল রয়েছে, তবে পড়ে না জল, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে পোস্টার দিল সিপিএম
জল কষ্টের সমস্যা, সিপিএম ফেলল পোস্টার

Follow Us

ঘাটাল: পোস্টারে-পোস্টারে ছয়লাপ। যেখানেই চোখ যাচ্ছে সেদিকেই পোস্টার। কেন এই পোস্টার? কারাই বা দিল পোস্টার? জানা গিয়েছে, দীর্ঘ প্রায় তিন বছর পানীয় জলের চরম সমস্যা, যার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। সেই জল সমস্যাকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে পোস্টার দিল সিপিএম।

ঠিক কী ঘটেছে?

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, টানা তিন বছর ধরে ওই এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে। এলাকায় একাধিক কল রয়েছে। তবে কল থেকে পর্যাপ্ত পরিমাণে বের হয় না জল। যার জেরে চরম বিপাকে পড়েছেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বারে-বারে অভিযোগ জানিয়েও তৃণমূল পরিচালিত পুরসভায় কোনও লাভ হয়নি। স্থানীয়দের অভিযোগ, পুরবাসীকে পানীয় জল দিতে ব্যর্থ পুরসভা।

এদিকে, এই অভিযোগকে হাতিয়ার করে পথে নেমেছে সিপিএম। জলকষ্টের কথা লিখে এলাকায় পোস্টারে-পোস্টারে ছয়লাপ করে ফেলেছে তারা। কোথাও লেখা, ‘১৭ নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা কেন তৃণমূল পৌরবোর্ড জবাব দাও’, কোথাও আবার পাম্প হাউস চালুর দাবিতে লেখা, ‘কুশপাতা পাম্প হাউসটি অবিলম্বে চালু করতে হবে’ বাদ পড়েনি লাইট পোস্টও। এলাকার একাধিক লাইট পোস্টেও সাঁটানো হয়েছে পোস্টার।

পানীয় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তবে জল নিয়ে সিপিএম রাজনীতি করছে বলেও তিনি কটাক্ষ করেন। বুধবার ঘাটাল পুরসভার চেয়ারম্যান বলেন, ‘নতুন পাম্প দ্রুত চালু হবে। জলের সমস্যাও মিটিয়ে দেওয়া হবে।’ এদিকে এলাকার মানুষজনের অভিযোগ, বারেবারে পৌরসভা থেকে তাঁদের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ হয়নি। এখন দেখার কবে পৌরবাসী পর্যাপ্ত পরিমাণে সঠিক পানীয় জল পান।

গত ফেব্রুয়ারি মাসে পুর ভোটের সময়ও একাধিক পোস্টার পড়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তখন প্রার্থী তালিকায় নাম না থাকার কারণেও লাগাতার পোস্টার পড়তে থাকে ঘাসফুলের প্রার্থীদের বিরুদ্ধে। সেখানেও জল কষ্ট থেকে শুরু করে দুর্নীতি সহ একাধিক বিষয়ে পোস্টার ফেলা হয়।

 

 

Next Article