Woman Rescue: ছেলে-মেয়ে ভেবেছিল মা বুঝি মরেই গেছে, এরপর হঠাৎই ম্যাজিক… খুশিতে ডগমগ পরিবার

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 18, 2022 | 2:44 PM

Ghatal: মাস তিনেক আগে একদিন নিখোঁজ হয়ে যান পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা আঙুরবালা ভৌমিক। তাঁর দুই ছেলে মেয়ে শ্রীমন্ত ভৌমিক ও অনিমা মণ্ডল।

Woman Rescue: ছেলে-মেয়ে ভেবেছিল মা বুঝি মরেই গেছে, এরপর হঠাৎই ম্যাজিক... খুশিতে ডগমগ পরিবার
দুই ভাই বোন। নিজস্ব চিত্র।

Follow Us

মেদিনীপুর: আড়াই তিন মাস আগের ঘটনা। একদিন হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে যান এক মহিলা। তাঁর বড় বড় ছেলে-মেয়ে। জানান, মাকে বহু খুঁজেও পাননি। এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন, মা বোধহয় ফাঁকিই দিয়ে দিলেন। এতদিন পর সেই নিখোঁজের ঘটনায় নতুন মোড় দেখতে পেল পরিবার। সম্প্রতি ঘাটালে রাজ্য সড়কের ধার থেকে এক অসহায় মহিলাকে উদ্ধার করা হয়। সংবাদমাধ্যমে সে ছবি তুলে ধরতেই নজরে আসে পরিবারের। যাঁরা মায়ের ফেরার আশা ছেড়েই দিয়েছিলেন, সেই ছেলে-মেয়ে ছুটে আসেন ঘাটাল থানায়। পুলিশের উদ্যোগে আবারও ঘর ফিরে পান ওই মহিলা।

মাস তিনেক আগে একদিন নিখোঁজ হয়ে যান পাঁশকুড়া থানার বৃন্দাবনচক এলাকার বাসিন্দা আঙুরবালা ভৌমিক। তাঁর দুই ছেলে-মেয়ে শ্রীমন্ত ভৌমিক ও অনিমা মণ্ডল। তাঁরা জানান, মা মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। এরপরই এদিন বাড়ি থেকে বেরিয়ে যান। বহু খোঁজ করেও খবর পাওয়া যায়নি। তাঁরা ধরে নিয়েছিলেন, মা বোধহয় আর বেঁচে নেই। সোমবার সোশাল মিডিয়ায় একটি ছবি নজরে আসে তাঁদের পরিবারের। সংবাদমাধ্যমও তুলে ধরে এক মহিলার ছবি। যাকে ভবঘুরে হিসাবে উদ্ধার করা হয়েছে মেদিনীপুর জেলার ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের বরদার চৌকন এলাকা থেকে। ঘাটাল হাসপাতালে পুলিশ যাঁকে ভর্তি করেছেন। এই খবর পেয়েই থানায় যোগাযোগ করে পরিবার।

অনিমা মণ্ডলের কথায়, “আড়াই তিন মাস আগের ঘটনা। হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় মা। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করি। কেউই খবর দিতে পারেনি। আমরা ভেবেছিলাম মা বোধহয় আর বেঁচেই নেই। তারপরই টিভিতে দেখি মাকে। সেখান থেকেই জানতে পারি মা আছে। আজ নিতে এসেছি। খুবই ভাল লাগছে। এটা আমাদের কাছে বড় পাওয়া।”

আরও পড়ুন: Murshidabad Murder: ‘ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করত মেয়েকে’, আক্রোশ থেকেই বহরমপুরে কলেজ ছাত্রীকে কোপ বলছেন বাবা

আরও পড়ুন: Murshidabad Murder: দুপুরে রুমমেটদের বলেছিলেন শপিং মলে যাচ্ছেন, মেসের সামনেই গুলির পর কোপ ছাত্রীকে

আরও পড়ুন: স্লিভলেস নীল টপ ভাসছে রক্তে, মেসের সামনে পড়ে রয়েছেন তরুণী… ভরসন্ধ্যায় কলেজ ছাত্রীকে কুপিয়ে ‘খুন’

Next Article