Kharagpur: মায়ের গলা কাটা, পাশে শুয়ে শিশু, বাবা ঝুলছেন সিঁড়িতে
Kharagpur: পুলিশ সূত্রে খবর,মৃত স্ত্রী-র নাম দীপা মাহাত (২৬) এবং স্বামীর নাম বিক্রম পুত্তা (৩৭)। পুলিশের প্রাথমিক অনুমান,পারিবারিক অশান্তির কারণেই রবিবার রাতে স্ত্রী-কে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন পেশায় ড্রাইভার স্বামী।

খড়গপুর: বিছনার উপর পড়ে রয়েছেন স্ত্রী। তাঁর গলা কাটা। পাশে ঘুমিয়ে তিন বছরের শিশুকন্যা। আর লোহার সিঁড়ি থেকে ঝুলছে স্বামীর দেহ। হাড়হিম করা এমনই ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের ১৫নং ওয়ার্ডের জয়হিন্দনগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,মৃত স্ত্রী-র নাম দীপা মাহাত (২৬) এবং স্বামীর নাম বিক্রম পুত্তা (৩৭)। পুলিশের প্রাথমিক অনুমান,পারিবারিক অশান্তির কারণেই রবিবার রাতে স্ত্রী-কে খুন করে নিজেও আত্মঘাতী হয়েছেন পেশায় ড্রাইভার স্বামী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব বলেও জানিয়েছেন তদন্তকারী এক পুলিশ আধিকারিক।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সাত সকালে ফোন এসেছে। সেই সময় শুনি দুজনের মৃত্যু হয়েছে। ওরা প্রায় দু’বছর ধরে এখানে ছিল। বাকি আর কিছু বলতে পারছি না। আজ খবর পেয়েই আমি তাড়াতাড়ি এখানে চলে আসি। বিষয়টি জানার পর পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে।”

