Ganja Village: যেদিকে চোখ যায় শুধুই গাঁজা আর গাঁজা, থ পুলিশ! বাংলার বুকেই কোথায় এই ‘গাঁজার গ্রাম’ রয়েছে জানেন?
Ganja Village: খবর পেয়ে এদিন মোহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায় অভিযান চালায় সবং থানার বড় টিম। নষ্ট করে দেওয়া হয় লক্ষ লক্ষ টাকার গাঁজা। বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল গোটা জেলাজুড়ে।
সবং: লুকিয়ে-চুরিয়ে চলছিল! ধরা পড়ার খবরই প্রায়ই আসছিল সামনে। থামেনি পুলিশের রেইড। কিন্তু, তাই বলে গোটা এলাকায় একেবারে জমির পর জমিতে গাঁজার চাষ? প্রকাশ্যেই? ভাবতে অবাক লাগলেও বাংলার বুকেই দেখা গেল এই ছবি। পশ্চিম মেদিনীপুরের সবং! অভিযোগ, এখানেই রমরমিয়ে চলছিল গাঁজার চাষ। বাড়ির উঠোন হোক বা সংলগ্ন জমি, সর্বত্রই দেখা যাচ্ছে মাথা তুলেছে গাঁজার গাছ। ঠিক যেমন বিঘের পর বিঘে জমিতে ধানের চাষ হয়! কিন্তু, একই কায়দায় গাঁজার চাষ যে চলতে পারে তা ভাবতেই পারছে না পুলিশও।
খবর পেয়ে এদিন মোহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায় অভিযান চালায় সবং থানার বড় টিম। নষ্ট করে দেওয়া হয় লক্ষ লক্ষ টাকার গাঁজা। বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল গোটা জেলাজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার গাঁজা গাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, দীর্ঘ দিন ধরেই সবংয়ের মোহাড় অঞ্চলের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষ হচ্ছিল। গাঁজা চাষ বেআইনি জেনেও গ্রামবাসীরা লাউ মাচা, লঙ্কা গাছ, বেগুন গাছের ফাঁকে গাঁজা গাছ বসিয়েছেন। একেবারে রীতি মেনে চলছিল পরিচর্চা। প্রকাশ্য দিবালোকেই চলছিল সবটা। কিন্তু, তারপরেও এতদিন কেন প্রশাসনের নজরে এল না সেই প্রশ্নও ঘুরছে নাগরিক মহলে।