মেদিনীপুর: কালো মোটা ষাঁড়! এখন একটা শব্দেই ভয়ে কাঁপছে গোটা গ্রাম। ইতিমধ্যেই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন একাধিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড শুকচন্দ্রপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম তিনকৌড়ে সামন্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনকৌড়ে এলাকারই পুকুরের স্নান করে কাপড় শুকোতে দিতে যাচ্ছিলেন। সে সময়ে কোনওভাবে ষাঁড়টির সামনে পড়ে যান তিনি। দৌড়ে পালানোর চেষ্টা করেন । কিন্তু ষাঁড়ের গুঁতোয় পেট ফুঁড়ে যায় ওই ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যতক্ষণে স্থানীয় বাসিন্দারা লাঠি নিয়ে রে রে করে তেড়ে ষাঁড়টিকে তাড়ান, ততক্ষণে মৃত্যু হয় তিনকৌড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে তিনকৌড়ের।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শুকচন্দ্রপুর এলাকায় কয়েক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড়। যখন তখন এলাকাবাসীদের আক্রমণ করছে ষাঁড়টি। কয়েকদিন আগেই যমুনা ঘোড়ই নামে এক মহিলা-সহ বেশ কয়েকজনকে গুঁতো দেয়।
ষাঁড়ের ভয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানিয়েছেন তাঁরা। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। আতঙ্কে দিন কাটাচ্ছেন ঘাটালের শুকচন্দ্রপুর
গ্রামের বাসিন্দারা।