Medinipur: এয়ারগান নিয়ে ভয় দেখানো, দোকান ভাঙচুরের অভিযোগ, দুই নাবালককে ধরে ‘গণপিটুনি’, শেষমেশ আটক
Medinipur: শুক্রবার দুপুরে দাঁতন দু'নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে গিয়েছিল দুই নাবালক। অভিযোগ, দোকান বন্ধ থাকায় সেই সময় দোকান ভাঙচুরের চেষ্টা চালায় তারা। হাতে বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এরপরই স্থানীয় বাসিন্দারা তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দেন বলে অভিযোগ।

মেদিনীপুর: প্রকাশ্যে দিবালোকে দুই নাবালককে বেধড়ক পেটানো হচ্ছে দড়ি দিয়ে বেঁধে! তাদের হাতে রয়েছে বন্ধুক! শুক্রবার মেদিনীপুরের দাঁতনের এই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দাঁতন দু’নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে গিয়েছিল দুই নাবালক। অভিযোগ, দোকান বন্ধ থাকায় সেই সময় দোকান ভাঙচুরের চেষ্টা চালায় তারা। হাতে বন্দুক উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। এরপরই স্থানীয় বাসিন্দারা তাদের ধরে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দেন বলে অভিযোগ।
খবর পৌঁছয় দাঁতন থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই এই ঘটনায় দুজন নাবালকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুজনের বাড়ি দাঁতনের সাবরা এলাকায়। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনা অনভিপ্রেত বলে দাবি শাসক দল তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল বলেন, “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বন্ধুক ওই নাবালকদের হাতে ছিল তা এয়ারগান। ভীতি প্রদর্শনের জন্যই এয়ারগান ব্যবহার করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।

