Medinipur: এক রাতে ডেঙ্গি আক্রান্ত আরও দুই মহিলার মৃত্যু, ঘুম ছুটছে স্বাস্থ্য কর্তাদের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 22, 2023 | 12:36 PM

Medinipur: পরিবার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন খড়্গপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে মেডিক্যাল কলেজে।

Medinipur: এক রাতে ডেঙ্গি আক্রান্ত আরও দুই মহিলার মৃত্যু, ঘুম ছুটছে স্বাস্থ্য কর্তাদের
বাড়ছে ডেঙ্গি আতঙ্ক
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর ও খড়্গপুর: ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত। ঘাটালে ডেঙ্গিতে আক্রান্ত এক মহিলার মৃত্যু। মৃত্যু হয়েছে খড়্গপুরেরও ডেঙ্গি আক্রান্ত আরও এক মহিলার। ঘাটালের মৃত মহিলার নাম সাবিনা বিবি। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে আধিকারিকদের নিয়ে মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে বৈঠক। ঘাটালের পাঁচটি পুরসভাকেই বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘাটাল মহকুমা হাসপাতলে ডেঙ্গু আক্রান্ত গড়বেতার বাসিন্দা সামিনা বিবির মৃত্যু হয়। ডেঙ্গি মৃত্যু নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী বলেন, “ওই মহিলা আগে জ্বর নিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরে ওই পরিবারের সদস্যরা বন্ডের সই করিয়ে নিয়ে চলে যান বাড়িতে। আবারও ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, তারপরেই মৃত্যু।”

মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল হাসপাতালে গিয়ে চিকিৎসার সঙ্গে কথা বলেন, হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন।
অন্যদিকে, খড়্গপুরের বাঙালিপাড়ার বাসিন্দা রুনিতা মল্লিক নামে আরও এক মহিলার মৃত্যু হয়। তাঁর রিপোর্টেও ডেঙ্গি পজেটিভের কথা উল্লেখ রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন খড়্গপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে মেডিক্যাল কলেজে।

বৃহস্পতিবার ১টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়েছে। শোকের ছায়া পরিবারের লোকেদের মধ্যে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত বছর তেত্রিশের এক তরুণীর মৃত্যু হয়। তিনি স্কুল শিক্ষিকা ওই তরুণী সদ্য মা হয়েছিলেন। ২৬ অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ২৭ অগস্ট তাঁর ডেঙ্গি ধরা পড়ে। তারপর থেকে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। ভেন্টিলেশনে থাকাকালীনই মৃত্যু হয় ওই শিক্ষিকার।

ক্রমেই রাজ্যে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। নিত্য ডেঙ্গি আক্রান্তের এক জনের মৃত্যুর খবর আসছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও। তবে ভয় না পেয়ে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Next Article