Medinipur: SIR-এর কাজে বেনিয়মে নজরদারি? এবার বিজেপির কল সেন্টার
SIR in WB: প্রত্যেক এলাকায় বিএলএ ২-রা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে কিনা, কাজ করার ক্ষেত্রে কোথাও সমস্যায় পড়তে হচ্ছে কিনা, বিএলও সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিকভাবে এনুমারেশন ফর্ম বিতরণ করা হচ্ছে কিনা এরকম একাধিক তথ্য সংগ্রহ করছেন কলাররা।

মেদিনীপুর: কর্পোরেট স্টাইলে এবার বিজেপির কল সেন্টার মেদিনীপুরে! এসআইআর নিয়ে বিএলএ ২ দের সহায়তা ও বিএলও-দের বেনিয়মে নজরদারি চালাতে খোলা হল বিশেষ সেল। বিএলও ২ দের সহায়তা করতে এবং বিভিন্ন এলাকায় SIR এ BLO দের বেনিয়মে নজরদারি চালাতে এবার কর্পোরেট স্টাইলে কল সেন্টার বিজেপির। মেদিনীপুর সংগঠনিক জেলা বিজেপির সদর কার্যালয়ে খোলা হয়েছে এই কল সেন্টার। নাম দেওয়া হয়েছে এস আই আর কমপ্লেন সেল এন্ড মনিটরিং সেল।
মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সাতটি বিধানসভার জন্য সাতটি আলাদা আলাদা ডেক্স রাখা হয়েছে। প্রতিটি ডেক্সট থেকে একজন কলার যোগাযোগ করছেন সংশ্লিষ্ট বিধানসভার বিএলএ ২-দের সঙ্গে। প্রত্যেক এলাকায় বিএলএ ২-রা সুষ্ঠুভাবে কাজ করতে পারছে কিনা, কাজ করার ক্ষেত্রে কোথাও সমস্যায় পড়তে হচ্ছে কিনা, বিএলও সঠিকভাবে কাজ করছে কিনা, সঠিকভাবে এনুমারেশন ফর্ম বিতরণ করা হচ্ছে কিনা এরকম একাধিক তথ্য সংগ্রহ করছেন কলাররা। এই কমপ্লেন সেল থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ইমেল মারফত জানানো হচ্ছে কমিশনের কাছে।
বিজেপি জেলার সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত জানান, এস আই আর পর্বে প্রায় ৬৫ টি অভিযোগ কমিশনের কাছে জানানো হয়েছে এই কল সেন্টার থেকেই। বেশিরভাগ ক্ষেত্রে কমিশন পদক্ষেপ করেছে বলেও জানাচ্ছে গেরুয়া শিবির।
যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, এসআইআর-এর নাম করে মানুষকে সন্ত্রস্ত করা, ভয় দেখানোই বিজেপির কাজ। কোথাও বিএলএ ২ দিতে পারছে না অথচ মানুষকে এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে।
