Shoot out at Kharagpur: হেলমেট ভেদ করে মাথায় ঢুকল গুলি, দিন-দুপুরে ভয়াবহ ঘটনা খড়গপুরে

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2023 | 7:06 PM

Shootout: রাস্তায় সেই সময় তেমন কেউ না থাকায় দুষ্কৃতীকে চিহ্নিত করা যায়নি। আহত ব্যক্তির বয়ানও নেওয়া সম্ভব হয়নি।

Shoot out at Kharagpur: হেলমেট ভেদ করে মাথায় ঢুকল গুলি, দিন-দুপুরে ভয়াবহ ঘটনা খড়গপুরে
আহত ব্যক্তি হাসপাতালে

Follow Us

খড়গপুর : শুনশান রাস্তায় আচমকা গুলি চালানো হল এক যুবককে লক্ষ্য করে। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত পলসার কাছে। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথম খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির শরীরে তিনটি গুলি লেগেছে। এমনকী হেলমেট ভেদ করে মাথায় গুলি চালানো হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। তাঁকে রাস্তা থেকেই রক্তাক্ত অবস্থায় এদিন উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ ভুঁইঞা। তিনি পশ্চিম মেদিনীপুরের সবং এর বাসিন্দা বলে জানা গিয়েছে। একটি ফিনান্স সংস্থায় কাজ করতেন তিনি। গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করতেই এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। কেউ কেউ বলছেন, কালেকশনের টাকা ছিনতাই করার উদ্দেশে গুলি চালানো হয়ে থাকতে পারে। আবার কেউ বলছেন এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ।

রাস্তায় সেই সময় তেমন কেউ না থাকায় দুষ্কৃতীকে চিহ্নিত করা যায়নি। আহত ব্যক্তির বয়ানও নেওয়া সম্ভব হয়নি। এখনও পর্যন্ত পরিবারের তরফে কাউকে সন্দেহের কথা জানানো হয়নি। পুরো ঘটনায় তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Next Article