Paschim Medinipur News: ‘আমায় না জানিয়ে রিয়াজুলকে দিলে কেন?’ ভারী বৃষ্টির মধ্যেই ত্রিপল নিয়ে মারামারি শুরু TMC-র দুই গোষ্ঠীর
Paschim Medinipur News: গ্রাম পঞ্চায়েত সদস্যা কবিতা দাস বলেন,"আমাকে না জানিয়ে কেন রিয়াজুলকে ত্রিপল দেওয়া হল?" আর এতেই অনেকে ক্ষিপ্ত হয়ে এলাকার ত্রিপল না পাওয়া অনেক ব্যক্তি একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী কার্তিক দাসের সঙ্গে লেগে যায় গণ্ডগোল।"
চন্দ্রকোনা: প্রাকৃতিক দুর্যোগে ত্রিপল দেওয়াকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান ও গ্রাম পঞ্চায়েত সদস্যার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বেশ কিছু ক্ষণ ধরে রাস্তার উপরেই চলে দু’পক্ষের তুমুল বচসা। এমনকী, গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের দরবস্তি বালা গ্রামে। জানা গিয়েছে, অতি বৃষ্টির কারণে দরবস্তি বালা গ্রামের বাসিন্দা রিয়াজুল আলি খানের একটি মাটির বাড়ি ভেঙে পড়ে। রিয়াজুল অঞ্চলের কন্ট্রোল রুমে ফোন করলে, প্রশাসনিক আধিকারিকরা এসে সরজমিনে দেখে যান। রিয়াজুলকে একটি ত্রিপল দেন। এতেই বাধে গণ্ডগোল।”
গ্রাম পঞ্চায়েত সদস্যা কবিতা দাস বলেন,”আমাকে না জানিয়ে কেন রিয়াজুলকে ত্রিপল দেওয়া হল?” আর এতেই অনেকে ক্ষিপ্ত হয়ে এলাকার ত্রিপল না পাওয়া অনেক ব্যক্তি একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী কার্তিক দাসের সঙ্গে লেগে যায় গণ্ডগোল। শুরু হয় তুমুল বচসা। দীর্ঘক্ষণ ধরে দুর্যোগের মাঝেই প্রাকাশ্য রাস্তার উপর চলে বাকবিতণ্ডা।
ওই সংসদের পঞ্চায়েত সদস্যা কবিতা দাস বলেন “এই সংসদে অনেক ত্রিপলের প্রয়োজন, অনেকেই আমার কাছে আসেন সমস্যার কথা বলছে,আমি প্রধানকে বলেছি। প্রধান কোনও গুরুত্ব দেয়নি। তাই আমি কাউকে ত্রিপল দিতে পারিনি। কিন্তু আমায় না জানিয়ে আমার এলাকায় ত্রিপল দেওয়া হল কেন এক জনকে?” অপরদিকে, কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘোষ ভুঁইয়া বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে ওই অঞ্চল সদস্য।”