মেদিনীপুর: বছর শেষের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। এরই মধ্যে ভয়াবহ পথদুর্ঘটনা মেদিনীপুরের ঘাটালে। প্রাণ কাড়ল দুই স্কুটি সওয়ারির। এদিকে এই ঘটনার পরই দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয় ঘাটাল থানার পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বর্ষবরণের সন্ধ্যায় মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটে ঘাটাল কলেজ মোড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে। স্থানীয় সূত্রে খবর, একটি স্কুটিতে এক মহিলা-সহ আরও একজন ছিলেন। স্কুটি নিয়ে ঘাটাল হাসপাতালের দিকে যাওয়ার পথে চন্দ্রকোণাগামী একটি ডাম্পার স্কুটিতে ধাক্কা মারে। সেখানেই উল্টে পড়েন স্কুটিতে সওয়ার দু’জন। অভিযোগ, ডাম্পারটি পিষে দেয় দু’জনকেই।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শেখ নাসির আলি (৪৩) ও টুম্পা দাস (৩৪)। মৃত দু’জনই ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ দু’টি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
এই দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনাস্থলের থেকে সামান্য দূরেই রাজ্য সড়কের পাশে একটি মাঠে স্থানীয় ক্লাবের তরফে ধুমধাম করে বর্ষ বিদায় ও বর্ষ বরণের আয়োজন করা হয়েছিল। আলোয় আলো চারদিক, বাজছিল ডিজে মিউজিক। এর জেরে ক্রমেই ভিড় বাড়তে শুরু করে। এরপরই পুলিশের পক্ষ থেকে ওই বর্ষ বরণের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বলে জানান ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী।
প্রত্যক্ষদর্শীদের কথায়, “আমি রাস্তার ধারে দাঁড়িয়েই দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ শুনি বিকট শব্দ। তারপরই হই হই। এসে দেখি স্কুটি উল্টে রাস্তায় একজন মহিলা আর একজন ভদ্রলোক পড়ে রয়েছেন। ভদ্রমহিলা আগেই মারা গিয়েছেন। কিছুটা দূরে পড়ে আছেন ভদ্রলোক। ডাম্পার গাড়ির চাকায় টেনে নিয়ে চলে গিয়েছে। নতুন স্কুটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভদ্রলোক মারা যান।”
ঘাটালের সিআই দেবাশিস ঘোষ বলেন, “প্রশাসন অনুষ্ঠানটা বন্ধ করেছে কারণ যে মাঠে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তার সামনে যে ঘাটাল পাশকুড়া রোড সেখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মানবিক কারণে ঘাটালবাসী সাড়া দিয়েছে প্রশাসনের কথায়। তাই বন্ধ করা হয়েছে। তাঁরাও বন্ধ করেছেন।”
আরও পড়ুন: Covid Update: সংক্রমণের লম্ফঝম্প! আজ রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার পার, কলকাতাতেই ২ হাজার ছুঁই ছুঁই