পশ্চিম মেদিনীপুর: বর্ষশেষের সন্ধ্যায় ঘাটালে বাইক দুর্ঘটনায় মৃত দুই। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কলেজ মোড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কে। মৃতদের নাম শেখ নাসির আলি (৪৩) ও অপরজন টুম্পা দাস (৩৪)।
স্থানীয় সূত্রে খবর, এক স্কুটিতে এক মহিলা-সহ এক জন ব্যক্তি ঘাটাল হাসপাতালের দিকে যাওয়ার পথে চন্দ্রকোণাগামী একটি ডাম্পার বাইকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ডাম্পারের ধাক্কায় পিষ্ট হয়ে যায় দুই জনের দেহ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মৃতরা দুজনই ঘাটাল শহরের কুশপাতার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। উল্লেখ্য,ঘটনাস্থলের অদূরেই রাজ্যসড়কের পাশেই বিদ্যাসাগর হাইস্কুল মাঠে একটি ক্লাব সংগঠনের পক্ষ থেকে ডিজে, আলোক সজ্জায় ধূমধাম করে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। দুর্ঘটনাস্থলের সামনেই জমকালো বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজনে ওই এলাকায় ভিড়ও ছিল বলে জানা গিয়েছে।দুর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ওই বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে এমনি জানালেন ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী ।
ওমিক্রণের বাড়বাড়ন্তের মধ্যেই বর্ষবরণের জলসার আয়োজন করা হয়েছিল ঘাটালের একাধিক জায়গায়। তবে কলকাতা শহরের বেশির ভাগ অভিজাত ক্লাব বন্ধ রেখেছে বর্ষবরণের উত্সব। ক্যালকাটা ক্লাব, ক্যালকাটা সুইমিং ক্লাব, বেঙ্গল ক্লাব, টলি ক্লাব-সহ বেশ কয়েকটি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি কলকাতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ছিল নাকা চেকিং, ওয়াচ টাওয়ারের ব্যবস্থাও। বাস স্ট্যান্ডগুলিতেও ছিল কড়া নজরদারি। পুলিশ পিকেটিং বসানো হয়েছিল বিভিন্ন জায়গায়। তারই মধ্যে ঘটেছে একাধিক বিচ্ছিন্ন দুর্ঘটনা। এক্ষেত্রে ডাম্পারের চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।