Pingla: বাড়ির ভিত তৈরিতে মাটি খুঁড়তেই ‘অন্য দুনিয়ায়’ পৌঁছলেন অনিমা, জানাজানি হতেই হইচই পিংলায়

Pingla: জানা গিয়েছে, পিংলা এলাকার বাসিন্দা অনিমা ঘোষ। তাঁর পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। কিছুটা গর্ত করার পরই একটি সুড়ঙ্গ দেখতে পান কর্মরত শ্রমিকরা। তারপর আরও মাটি সরাতেই দেখা যায় ১৫ ফুটের মতো চওড়া একটি ঘরের মতো ঘেরা জায়গা।

Pingla: বাড়ির ভিত তৈরিতে মাটি খুঁড়তেই 'অন্য দুনিয়ায়' পৌঁছলেন অনিমা, জানাজানি হতেই হইচই পিংলায়
পিংলায় সুড়ঙ্গ উদ্ধার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 8:23 PM

পিংলা: বাড়ির ভিত তৈরি হবে। সেই কারণে চলছিল গর্ত খোঁড়ার কাজ। কিছুটা খোঁড়াখুঁড়ির পর তুমুল হইচই। কারণ, ওই ভিত তৈরির গর্ত খুঁড়তে গিয়েই মিলল সুড়ঙ্গ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার রাজবল্লভ এলাকায়। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনিক আধিকারিকরা।

জানা গিয়েছে, পিংলা এলাকার বাসিন্দা অনিমা ঘোষ। তাঁর পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। কিছুটা গর্ত করার পরই একটি সুড়ঙ্গ দেখতে পান কর্মরত শ্রমিকরা। তারপর আরও মাটি সরাতেই দেখা যায় ১৫ ফুটের মতো চওড়া একটি ঘরের মতো ঘেরা জায়গা। তার এক দিকের দেওয়ালে একটি খোপ। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায় এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পিংলা ব্লক প্রশাসন। ঐতিহাসিক স্থাপত্যের অংশ কি না তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বিডিয়ো পিংলা লাকপা ওয়াংচু শেরপা বলেন, “আমরা দেখছি পুরো বিষয়টি। আমার বিশেষ কিছু মনে হচ্ছে না। আগে দেখি কী হয় পুরোটা জানাব পরে। তবে দশ-পনেরো ফিটের গর্ত দেখেছি।” অনিমা বলেন, “বাড়ি শুরু করেছি। যখন গর্ত খোঁড়া হয়েছে তখন প্রতিটি গর্ত থেকে ইঁট বেরচ্ছে। এরপর সুড়ঙ্গ বেরিয়েছে। এমনকী পুরনো দিনের সিঁড়ি বেরিয়েছে। আমার শাশুড়ি বলেছিলেন অনেক দিন আগে এখানে নাকি মন্দির ছিল। এখন জানি না।”