Suvendu Adhikari: একটি গাড়িতেও যদি ঢিল পড়ে, সব দফারফা করে দিয়ে চলে যাব: শুভেন্দু

Debabrata Sarkar | Edited By: Soumya Saha

May 21, 2024 | 7:02 PM

Suvendu Adhikari: এদিন বিকেলে যখন সভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন শুভেন্দু, তখন ওই রাস্তাতেই কয়েকজন গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ফেরার পথে রাস্তার সেই জায়গাতেই গাড়ি থামিয়ে নেমে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

Suvendu Adhikari: একটি গাড়িতেও যদি ঢিল পড়ে, সব দফারফা করে দিয়ে চলে যাব: শুভেন্দু
মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে হুঙ্কার শুভেন্দুর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কেশপুর: কেশপুর থেকে ফেরার পথে রাস্তায় গাড়ি থামিয়ে হুঙ্কার বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। এদিন বিকেলে কেশপুরে এক নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, এদিন বিকেলে যখন সভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন শুভেন্দু, তখন ওই রাস্তাতেই কয়েকজন গাড়িকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ফেরার পথে রাস্তার সেই জায়গাতেই গাড়ি থামিয়ে নেমে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

সেখানে উপস্থিত পুলিশকর্মীদের উদ্দেশে শুভেন্দু এক রাশ বিরক্তির সুরে বলেন, ‘যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সাধারণ মানুষের করের টাকায় বেতন পান, লজ্জা লাগে না! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব।’

গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “জেনে রাখো ভোট হবে। আমাকে ওসব ধমকে লাভ নেই।” তাঁর গাড়ির পিছনে যাওয়া এক বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার। এদিন সভা শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশকর্মীদের উদ্দেশেও হুঙ্কার দিলেন তিনি। কেশপুর থানার ওসির উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘ওসি কেশপুরকে বলে গেলাম… অনেক বাড় বেড়েছে আপনার।’

উল্লেখ্য, আগামী ২৫ মে, ষষ্ঠদফায় ভোট রয়েছে ঘাটালে। তার আগে কেশপুরের নির্বাচনী প্রচার সভায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার সময়েই মাঝরাস্তায় পুলিশকর্মীদের উদ্দেশে একরাশ বিরক্তি উগরে দিলেন শুভেন্দু অধিকারী।

 

Next Article