২০০০ টাকা দিলেই মিলবে মার্কশিট, ঘাটালে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

Education: পড়ুয়াদের অভিযোগ, বিগত এক বছরের বেশি সময় ধরে অফলাইনে কোনও ক্লাস হয়নি। পরীক্ষা না হয়েই বের করা হয়েছে মার্কশিট। কিন্তু কলেজের পক্ষ থেকে বলা হয়েছে মার্কশিট পেতে হলে ২ হাজার টাকা ভর্তির ফি দিতে হবে।

২০০০ টাকা দিলেই মিলবে মার্কশিট, ঘাটালে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
বিক্ষোভরত পড়ুয়ারা, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 8:28 PM

পশ্চিম মেদিনীপুর:  ‘ফেলো কড়ি, নাও মার্কশিট।’ ২০০০ টাকা দিলেই তবেই মিলবে কলেজের মার্কশিট (Marksheet)। আর মার্কশিট পেতে দিতে হবে কলেজের ষষ্ঠ সেমেস্টারে ভর্তির টাকা। এদিকে করোনাকালে ক্লাসই হয়নি। বন্ধ ছিল সব স্কুল-কলেজ। তাহলে কেন ভর্তির টাকা নেওয়া হবে? এই ঘটনার প্রতিবাদে পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, বিগত এক বছরের বেশি সময় ধরে অফলাইনে কোনও ক্লাস হয়নি। পরীক্ষা না হয়েই বের করা হয়েছে মার্কশিট। কিন্তু কলেজের পক্ষ থেকে বলা হয়েছে মার্কশিট পেতে হলে ২ হাজার টাকা ভর্তির ফি দিতে হবে। টাকা না দিলে মার্কশিট পাওয়া যাবে না। এদিকে মার্কশিট না পেলে পড়ুয়ারা চাইলেও অন্য কলেজে ভর্তি হতে পারবেন না। ফলে আতান্তরে পড়েছেন পড়ুয়ারা।

রবীন্দ্র কলেজের এক পড়ুয়ার কথায়, “আমরা বিগত এক বছরের বেশি সময় ধরে কলেজমুখো হয়নি। অফলাইনে কোনও ক্লাস হয়নি। কিন্তু, তারপরেও কলেজের পক্ষ থেকে ভর্তির জন্য় টাকা নেওয়া হচ্ছে। সেখানে ইউনিয়ন ফি থেকে শুরু করে সমস্ত রকম ফি নেওয়া হচ্ছে। কেন আমরা অতিরিক্ত টাকা দেব?” বিক্ষোভরত অন্য় আরেক পড়ুয়া বলেন, “আমাদের কোনও পরীক্ষা হয়নি করোনার জন্য। কিন্তু মার্কশিট তৈরি হয়ে গিয়েছে। অথচ, সেই মার্কশিট আমরা হাতে পাইনি। কারণ টাকা দিইনি। ভর্তির টাকা না দিলে নাকি মার্কশিট দেওয়া হবে না। এদিকে আমরা সকলে পাশ করে গিয়েছি। ফলাফল বেরনোর পর কী করে ভর্তির টাকা চাইতে পারে?”

উল্লেখ্য, করোনা আবহে অফলাইনে ক্লাস না হওয়ায় মেদিনীপুর-সহ একাধিক কলেজের ফি মকুব করা হয়েছে। তারপরেও কেন ঘাটালের এই কলেজে ফি মকুব করা হল না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। সোমবার পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় শ’দেড়েক পড়ুয়া। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। কিন্তু, ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে শুধু ঘাটালের এই কলেজ নয়, ফি মকুবের দাবিতে রাজ্যের একাধিক জেলায় একাধিক কলেজে বিক্ষোভে নেমেছেন পড়ুয়ারা। সম্প্রতি, পরীক্ষার ফি (College Fee) মুকুবের দাবিতে বালুরঘাট কলেজের সামনে ও অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করলেন পড়ুয়ারা। শুধুমাত্র বালুরঘাট কলেজ নয় বালুরঘাট গার্লস কলেজেও একই দাবিতে কলেজের অধ্যক্ষের ঘরের মেঝেতে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ছাত্রীরা। অন্যদিকে, পতিরাম যামিনী মজুমদার কলেজেও একই দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

অন্যদিকে,  অতিরিক্ত ফি বৃদ্ধির দাবিতে মালদার গৌড় কলেজে  অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অমান্য করে মোটা টাকা ফি নেওয়া হচ্ছে। যেখানে নেওয়ার কথা ৫০০ টাকা সেখানে নেওয়া হচ্ছে ৪০০০ টাকা। এক একটি ডিপার্টমেন্টে একেক রকম ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের। যে কলেজে জিমের কোনও ব্যবস্থা নেই, সেই জিমের খরচ দেখিয়ে অতিরিক্ত ১১৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর জেরেই  অধ্যক্ষের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। আরও পড়ুন: Exclusive: ফের কি ফুল বদল? খবর শুনেই চটলেন চন্দনা