Pujoy Pulse: বারাসতে পুজোয় পালসের ট্যাবলো যেতেই তুমুল উন্মাদনা, হাতে উঠল পুরস্কার

Pujoy Pulse: এবার পালসের তরফে রয়েছে বিশেষ চমক। তেঁতুলের স্বাদে এসেছে নতুন চমক। বাজারে এখন ‘পালস গোলমাল’। তা নিয়েই এখন চর্চা দিতে দিকে। বাজারে আসার পর থেকেই পালস ক্যান্ডি নিয়ে আট থেকে আশির উন্মাদনার অন্ত নেই।

| Updated on: Sep 25, 2024 | 9:15 PM
রাস্তায় নামছে টিভি ৯ বাংলা ও পালস ক্যান্ডি। ফের এসে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস। গত বছরের তুমুল উন্মাদনার এবার রাজ্যের ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

রাস্তায় নামছে টিভি ৯ বাংলা ও পালস ক্যান্ডি। ফের এসে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস। গত বছরের তুমুল উন্মাদনার এবার রাজ্যের ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো।

1 / 4
এবার পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গেল বারাসতে। ট্যাবলো ঘিরে মানুষের উন্মদনা ছিল চোখে পড়ার মতো। বারাসতের হেলা বটতলায় যখন ট্যাবলো গেল তখন ছবি তুলে এগিয়ে এস অনেক বাচ্চারাও। টিভি ৯ বাংলা ও পালস ক্যান্ডির ট্যাবলো দেখে সকলের চোখেই তখন উচ্ছ্বাস।

এবার পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গেল বারাসতে। ট্যাবলো ঘিরে মানুষের উন্মদনা ছিল চোখে পড়ার মতো। বারাসতের হেলা বটতলায় যখন ট্যাবলো গেল তখন ছবি তুলে এগিয়ে এস অনেক বাচ্চারাও। টিভি ৯ বাংলা ও পালস ক্যান্ডির ট্যাবলো দেখে সকলের চোখেই তখন উচ্ছ্বাস।

2 / 4
এবার পালসের তরফে রয়েছে বিশেষ চমক। তেঁতুলের স্বাদে এসেছে নতুন চমক। বাজারে এখন ‘পালস গোলমাল’। তা নিয়েই এখন চর্চা দিতে দিকে। বাজারে আসার পর থেকেই পালস ক্যান্ডি নিয়ে আট থেকে আশির উন্মাদনার অন্ত নেই। এখনও সেই উন্মদনায় ভাটা পড়েনি।

এবার পালসের তরফে রয়েছে বিশেষ চমক। তেঁতুলের স্বাদে এসেছে নতুন চমক। বাজারে এখন ‘পালস গোলমাল’। তা নিয়েই এখন চর্চা দিতে দিকে। বাজারে আসার পর থেকেই পালস ক্যান্ডি নিয়ে আট থেকে আশির উন্মাদনার অন্ত নেই। এখনও সেই উন্মদনায় ভাটা পড়েনি।

3 / 4
আগে মুখে দিলেই মিষ্টি, ঠিক তারপরেই এক অভূতপূর্ব নোনতা স্বাদ পাওয়া যেত পালসের আগের ভার্সানে। এবার একেবারে অন্য চমক। মুখে দিলে আগের স্বাদ তো রয়েছে সঙ্গে এবার একেবারে অন্য ফর্মুলা। কিছু সময় যেতেই মুখ জুড়ে শুধুই তেঁতুলা আর তেঁতুল।

আগে মুখে দিলেই মিষ্টি, ঠিক তারপরেই এক অভূতপূর্ব নোনতা স্বাদ পাওয়া যেত পালসের আগের ভার্সানে। এবার একেবারে অন্য চমক। মুখে দিলে আগের স্বাদ তো রয়েছে সঙ্গে এবার একেবারে অন্য ফর্মুলা। কিছু সময় যেতেই মুখ জুড়ে শুধুই তেঁতুলা আর তেঁতুল।

4 / 4
Follow Us: