বর্ধমান: রাজ্য সড়কে ফের দুর্ঘটনা। মৃত্যু হল দু’জনের। জখম আরও চারজন। দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ির পিছনে ধাক্কা লেগে বিপত্তি হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের মেমারি থানার পালসিটের কাছে।
স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে মেমারি থানার পালসিটের কাছে ফেটে যায় গাড়ির চাকা। সেই কারণে জাতীয় সড়কের পাশে গাড়িটি দাঁড় করিয়ে চাকা সারানোর কাজ করছিলেন চালক ও তাঁর সঙ্গে থাকা আরও এক-দু’জন। তখনই দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ির পিছনে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ দু’জনের এবং আহত হন ৪ জন।
মেমারি থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। মৃত ২ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় বাসিন্দা বলেন, “ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। রাস্তার ধারে দাঁড় করিয়ে গাড়ি সারাই করছিলেন একজন। দাঁড়িয়ে ছিলেন আরও তিনজন। সেই সময় হঠাৎ ধাক্কা মারে ট্রাক। সঙ্গে সঙ্গে মারা যান দু’জন। বাকিদের উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে যাই।”