Burdwan: ‘ধুতি পরবে বলে ঘরে ঢুকে মেয়েকে কোলে বসাল, তারপর…’ কালীপুজো করতে এসে পুরোহিতের এ কী কাণ্ড! তাজ্জব পরিবার
Burdwan: বছর ৬৮-র ওই পুরোহিত দীর্ঘদিন ধরে ওই বাড়িতে পুজো করতেন বলে জানা গিয়েছে। কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুজো করে চলে যান তিনি। শুক্রবার সকালে ফের পুজো করতে যান ওই পুরোহিত।
বর্ধমান : ফালাকাটায় এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে কালীপুজোর মধ্যেই। গণপিটুনিতে মৃত্যু হয়েছে সেই অভিযুক্তের। এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। আবারও এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। কালীপুজোর সময় বাড়িতে ঢুকে ১২ বছরের কিশোরীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পুরোহিতের বিরুদ্ধে। হাতে টাকা আর কেক দিয়ে ওই পুরোহিত কিশোরীকে কোলে বসিয়ে নেন বলে অভিযোগ।
পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ঘটনা। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত পুরোহিতকে আটক করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বছর ৬৮-র ওই পুরোহিত দীর্ঘদিন ধরে ওই বাড়িতে পুজো করতেন বলে জানা গিয়েছে। কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে পুজো করে চলে যান তিনি। শুক্রবার সকালে ফের পুজো করতে যান ওই পুরোহিত।
অভিযোগ পোশাক বদলানোর নাম করে ওই বৃদ্ধ সোজা চলে যান বাড়ির দোতলায়। ঘরের ভিতরে ঢুকে গৃহস্থের ১২ বছরের মেয়ের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। কিশোরী কান্নাকাটি করে ও মা’কে সব জানায়। এরপর তার মা প্রতিবেশীদের ডাকেন। লোকজন গিয়ে আটক করে ওই পুরোহিতকে। পুলিশকে খবর দেওয়া হয়।
কিশোরীর মা বলেন, “সে দিন সকাল সাড়ে ৯টায় আসার কথা ছিল পুরোহিতের। কিন্তু তিনি অনেক আগেই চলে আসেন। এরপর ধুতি পাল্টাবেন বলে সোজা ওপরে চলে যান। ঘরে ঢুকে আমার মেয়েকে কোলে টেনে বসায়। ওকে কেক দেয়, হাতে ২০ টাকা দেয়।” কিশোরীর মা জানিয়েছেন, পুরোহিত যখন মেয়ের গায়ে হাত দিচ্ছিলেন, সেই সময় তাঁর ছেলে ঘরে ঢুকে পড়ে। তখন ছেড়ে দেন ওই পুরোহিত। ঘরে সেই সময় আর কেউ ছিলেন না, সবাই মন্দিরে পুজোর কাজে ব্যস্ত ছিলেন।
শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।