Burdwan: নোংরা বাথরুম, ক্লাসরুমে পড়ে কুকুরের মল-মূত্র! ভয়ঙ্কর অভিযোগ অভিভাবকদের

Manatosh Podder | Edited By: Soumya Saha

Feb 11, 2023 | 9:44 PM

Guardians Agitation: স্কুলের পরিচ্ছন্নতা শিকেয় উঠেছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বলছেন, স্কুলের বাথরুম অত্যন্ত নোংরা, দুর্গন্ধ বেরোয়। এমন অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Burdwan: নোংরা বাথরুম, ক্লাসরুমে পড়ে কুকুরের মল-মূত্র! ভয়ঙ্কর অভিযোগ অভিভাবকদের
স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

Follow Us

বর্ধমান: বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী, নামকরা এই স্কুল। আগে প্রাথমিক বিভাগ একসঙ্গে থাকলেও, বর্তমানে প্রাথমিক বিভাগকে আলাদা করে দেওয়া হয়েছে। স্কুলের এই প্রাথমিক বিভাগের অবস্থা কার্যত বেহাল দশা বলে অভিযোগ অভিভাবকদের। আর এই অভিযোগেই এদিন স্কুলে এসে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের একটি বড় অংশ। স্কুলের পরিচ্ছন্নতা শিকেয় উঠেছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। বলছেন, স্কুলের বাথরুম অত্যন্ত নোংরা, দুর্গন্ধ বেরোয়। এমন অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। পাশাপাশি, স্কুল চত্বরে নিয়মিত ঝাড়ু দেওয়া হয় না বলেও অভিযোগ তাঁদের। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকে।

এমনকী ক্লাসরুমের ভিতরে কুকুরের মল-মূত্রও পড়ে থাকে বলেও অভিযোগ তাঁদের। মিড ডি মিলের খাবার নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। আর এই সবের কথা স্কুলের প্রাথমিক বিভাগ প্রধান শিক্ষককে বলতে গেলে, তিনি কিছুই শুনতে চান না বলে ক্ষোভ অভিভাবকদের। শনিবার স্কুলে এই বিক্ষোভের জেরে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসূদন ভট্টাচার্য। পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার ও স্থানীয় কাউন্সিলর উমা সাঁইও স্কুলে পৌঁছে যান। অভিভাবকদের দাবি, ছোট পড়ুয়াদের স্কুল শুরু হওয়ার আগের সময়টুকু যাতে কয়েকজন অভিভাবককে স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়।

এদিকে স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে ছুটিতে রয়েছেন। ফলে এই বিক্ষোভের বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মধুসূদন ভট্টাচার্য জানাচ্ছেন,তাঁরা সব অভিযোগ ও সমস্যার কথা শুনেছেন। এর সমাধানের জন্য শিক্ষক এবং অভিভাবকদের দু’টি কমিটি তৈরি করে দিয়েছেন তাঁরা। তারাই সব দিক খতিয়ে দেখবেন। পাশাপাশি স্কুলে নিয়মিত ঝাড়ু না দেওয়া নিয়ে যে সমস্যা রয়েছে, সেটিও দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

Next Article
TET Exam : ‘এখনও গন্তব্যে পৌঁছতে পারিনি, প্রয়োজনে আন্দোলনই একমাত্র রাস্তা’, বললেন টেটে প্রথম ইনা
Elephant Attack: একদিন ধরে দাঁতালের দাপাদাপিতে অতিষ্ঠ দুই জেলা, জঙ্গলে হাতিকে ফেরত পাঠাতে নাজেহাল বন বিভাগ