Narendra Modi: শাড়ির বুননে ফুটিয়ে তোলা হয়েছে মোদীর ছবি, অনন্য কীর্তি বাংলার তাঁতশিল্পীর

Katwa: ৮০ দিন ধরে অক্লান্ত পরিশ্রমে সাত মিটারের এই শাড়ি বুনেছেন বাংলার এক তাঁতশিল্পী জগবন্ধু দালাল। বাড়ি কাটোয়ার জগদানন্দপুর গ্রামে। জগবন্ধুবাবু নিজে হাতেই বানিয়েছেন এই ছবি। তাঁকে এই কাজে সাহায্য করেছেন তাঁর স্ত্রী, বাবা, মা। খাদি-কটনের এই শাড়িটি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে উপহার পাঠানোর ইচ্ছে তাঁর।

Narendra Modi: শাড়ির বুননে ফুটিয়ে তোলা হয়েছে মোদীর ছবি, অনন্য কীর্তি বাংলার তাঁতশিল্পীর
অনবদ্য কীর্তি বাংলার তাঁতশিল্পীরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 12:02 AM

কাটোয়া: এই শাড়ি যে সে শাড়ি নয়। এখানে তুলে ধরা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা। স্কিল ইন্ডিয়া থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা, কোয়ান্টাম গবেষণা, মেক ইন ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও… মোদী জমানার বিভিন্ন সাফল্যকে ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়ির বুননে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল এক ছবিও ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িতে। ৮০ দিন ধরে অক্লান্ত পরিশ্রমে সাত মিটারের এই শাড়ি বুনেছেন বাংলার এক তাঁতশিল্পী জগবন্ধু দালাল। বাড়ি কাটোয়ার জগদানন্দপুর গ্রামে। জগবন্ধুবাবু নিজে হাতেই বানিয়েছেন এই ছবি। তাঁকে এই কাজে সাহায্য করেছেন তাঁর স্ত্রী, বাবা, মা। খাদি-কটনের এই শাড়িটি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে উপহার পাঠানোর ইচ্ছে তাঁর।

সাত মিটারের এই শাড়ির আঁচলের অংশে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নরেন্দ্র মোদীর প্রতিকৃতি। প্রায় ৪২ ইঞ্চি জায়গা জুড়ে রয়েছে মোদীর সেই ছবি। শুধু তাই নয়, ছবির আশপাশে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর জন্ম থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার ও অন্যান্য বৃত্তান্ত। উল্লেখ রয়েছে, তাঁর বারাণসী লোকসভা কেন্দ্র ও অতীতে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর কথাও।

তাঁতশিল্পী জগবন্ধু দালাল জানাচ্ছেন, তিনি চান তাঁতশিল্পকে বিশ্ব দরবারে নিয়ে যেতে। এর আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও কাপড়ের উপর ফুটিয়ে তুলেছিলেন। তখন থেকেই ভাবনা শুরু হয়, প্রধানমন্ত্রীর ছবিও একইভাবে ফুটিয়ে তোলার। সেই মতো কাজ শুরু করে দেন। ১৫০ কাউন্ট খাদি ও  ৮৪ কাউন্ট সুতো মিশিয়ে এই শাড়িটি বানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর ছবির পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্য এ টু জেড আকারে ফুটিয়ে তুলেছেন এই শাড়িতে। অতীতে বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধীর ছবিও তুলে ধরেছেন শাড়ির বুননে। আগামীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং-এর ছবি তুলে ধরারও ইচ্ছে রয়েছে তাঁর মনে।