Anubrata Mondal: এক যুগ পুরনো একটি মামলায় অনুব্রতকে আজই আদালতে হাজিরার নির্দেশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 01, 2022 | 7:50 AM

Anubrata Mondal: এই মামলায় অনুব্রত মণ্ডল এর নাম রয়েছে।কিন্তু অনুব্রত মণ্ডল এখন আসানসোলে জেলে রয়েছেন।

Anubrata Mondal:   এক যুগ পুরনো একটি মামলায় অনুব্রতকে  আজই আদালতে হাজিরার নির্দেশ
অনুব্রতকে তলব

Follow Us

বর্ধমান: মঙ্গলকোটের এক সিপিআইএম কর্মীকে বোমা মারার ঘটনায় এবার তলব করা হল অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত, ২০১০ সালে ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামে বোমায় আহত হন সিপিআইএম কর্মী কেবুলাল শেখ। সেদিন তিনি সন্ধ্যায় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমায় গুরুতর জখম হন তিনি। কেবুলাল ছিলেন তৎকালীন সিপিএম-এর মঙ্গলকোটের দাপুটে প্রতাপ নেতা ডাবলু আনসারির ঘনিষ্ঠ।

যে সময় এই ঘটনাটি ঘটেছিল, তখন মঙ্গলকোট ও কেতুগ্রামের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। এলাকায় চরম রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। বোমার আঘাতে কেবুলালের একটি হাত উড়ে যায়। এই ঘটনায় সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন নেতার নাম জড়ান। তাঁর মধ্যে অনুব্রত প্রধান। অনুব্রত মণ্ডল ছাড়াও শেখ শাহনাওয়াজ,তাঁর ভাই কাজল শেখ, আজাদ মুন্সি( যিনি বর্তমানে মৃত) ও অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান-সহ ১৫ জনের নামে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করে সিপিআইএম।

প্রথমদিকে এই মামলা কাটোয়া আদালতে বিচারাধীন ছিল। পরে এমপি ও এমএলএ-দের জন্য কলকাতার বিধান নগরে বিশেষ আদালত গঠন করা হলে, এই মামলাটিকে সেখানে পাঠানো হয়। বৃহস্পতিবারই এই মামলার শুনানি রয়েছে। যেখানে জীবিত থাকা অভিযুক্তরা হাজিরা দেবেন আদালতের নির্দেশে।

এই মামলায় প্রথমেই নাম রয়েছে অনুব্রত মণ্ডলের। কিন্তু অনুব্রত মণ্ডল এখন আসানসোল সংশোধনাগারে রয়েছেন। এই কারণেই বিশেষ আদালত বৃহস্পতিবার অনুব্রতকে হাজির হওয়ার জন্য আসানসোল জেলে চিঠি করেছে। বুধবারই এই চিঠি আসানসোল জেল কর্তৃপক্ষকে পাঠানো হয়। বৃহস্পতিবার অনুব্রতর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

Next Article