CPIM Burdwan: চলল কাঁদানে গ্যাস, জল কামান… বামেদের আইন অমান্যে ধুন্ধুমার বর্ধমান

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Aug 31, 2022 | 11:44 PM

CPIM : ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বাম কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। লাঠিচার্জ করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

CPIM Burdwan: চলল কাঁদানে গ্যাস, জল কামান... বামেদের আইন অমান্যে ধুন্ধুমার বর্ধমান
ধুন্ধুমার বর্ধমান

Follow Us

বর্ধমান : বামেদের আইন অমান্যকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বর্ধমানের কার্জন গেট চত্বরে। বাম কর্মী ও সমর্থকরা পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। জেলাশাসকের অফিসের সামনে বাম কর্মী ও সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। তখনই একপ্রস্থ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে জল কামান ব্যবহার করা হয়। কাঁদানে গ্যাসে শেলও ফাটানো হয়। এদিকে বাধার মুখে পড়ে পুলিশের দিকেও পাল্টা তেড়ে যায় বাম কর্মী ও সমর্থকরা। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকজন বাম কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। লাঠিচার্জ করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, পুলিশের দুটি ভ্যানের সামনের সামনের কাঁচ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে কয়েকজন বাম কর্মী ও সমর্থককে রাস্তায় পড়ে থাকতেও দেখা গিয়েছে। বাম কর্মী ও সমর্থকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতেও দেখা গিয়েছে পুলিশকর্মীদের। উপড়ে ফেলা হয় বিশ্ব বাংলার লোগোও। প্রসঙ্গত, বামদের আইন অমান্য কর্মসূচি ঘিরে এদিন বর্ধমান শহরে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাম্প্রতিক অতীতে বামেদের কর্মসূচি এমন ভিড় সচরাচর দেখা যায়নি। ফলে সিপিএম কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্যমও ছিল চোখে পড়ার মতো। বুধবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈর হয় বর্ধমানের কার্জন গেট চত্বরে।

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সিপিএম-এর অনেক কর্মী ও সমর্থকদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুলিশি ধরপাকড় এখনও চলছে। তবে বুধবার বিকেলের পরিস্থিতির জেরে এখনও বেশ উত্তজেনা রয়েছে বর্ধমানের কার্জন গেট চত্বরে। পরিস্থিতি যাতে কোনওভাবে আবার নাগালের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য সতর্ক দৃষ্টি রাখছে।

বর্ধমানে বামেদের আইন অমান্য নিয়ে অশান্তি নিয়ে পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “৩৪ বছরের যে অপশাসন, তা সিপিএম ফিরিয়ে আনতে চাইছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে। বিশ্ব বাংলার লোগো ভাঙল। এই ভাবেই ৩৪ বছর রাজত্ব করেছে সিপিএম।সেই সময় ফিরিয়ে আনতে চাইছে।”

Next Article