Bardhaman Station: ওভারব্রিজ নয় রেললাইন দিয়ে প্ল্যাটফর্মে উঠছিলেন, ট্রেনের ধাক্কায় সেকেন্ডেই ছিন্নভিন্ন দুই মহিলা

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2024 | 8:04 PM

Bardhaman Station: জানা যাচ্ছে, বাঁকুড়ার খাতরা থেকে এক শিশু সহ ছ'জন হুগলির খন্যানে আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাঁকুড়া-মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়কপথে মেমারি স্টেশনে যান তাঁরা। এরপর মেমারি স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজে না উঠে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন।

Bardhaman Station: ওভারব্রিজ নয় রেললাইন দিয়ে প্ল্যাটফর্মে উঠছিলেন, ট্রেনের ধাক্কায় সেকেন্ডেই ছিন্নভিন্ন দুই মহিলা
মেমারি স্টেশনে কাটা পড়লেন দুই মহিলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বর্ধমান: রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই মহিলার। রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে। তুমুল হইচই শুরু হয়েছে ওই স্টেশনে। মৃত দুই মহিলার নাম ঝর্ণা ভুঁইঞা (৪০) ও পাখি ভুঁইঞা (৩৮)।

জানা যাচ্ছে, বাঁকুড়ার খাতরা থেকে এক শিশু সহ ছ’জন হুগলির খন্যানে আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাঁকুড়া-মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে সড়কপথে মেমারি স্টেশনে যান তাঁরা। এরপর মেমারি স্টেশনে টিকিট কেটে ওভারব্রিজে না উঠে তাঁরা রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় এক শিশুসহ চারজন প্ল্যাটফর্মের উপর উঠে পড়লেও বাকি দুজন রেল ট্রাক থেকে প্লাটফর্মে উঠতে পারেননি।

ওই সময়ে ১ নম্বর প্লাটফর্ম দিয়ে ছুটে আসছিল আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। কোনও কিছু বুঝে ওঠার আগেই ট্রেন ধাক্কা মারে দুই মহিলাকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ট্রেনের ধাক্কায় দুই মহিলার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে পড়ে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় মেমারি স্টেশনের কর্তব্যরত আরপিএফ ও জিআরপি কর্মীরা। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ আপ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Next Article