Kalna: ৩৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজারকে ‘মারধর’

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 02, 2025 | 5:27 PM

Kalna: ৯ বছর ধরে সমবায়ের ব্যাঙ্কে কোনও অডিট করেনি বলে অভিযোগ। কৃষকদের বিমার টাকা থেকে লোনের টাকা পরিশোধ করার পরেও টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কলনার বিধায়ক, ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল।

Kalna: ৩৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজারকে মারধর
সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে মারধরের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কালনা:  সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে মারধরের অভিযোগ। ৩৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ সমবায় ম্যানেজারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায়, এদিন বিক্ষোভ দেখাচ্ছেন চাষিরা। বিক্ষোভের মাঝেই ম্যানেজারকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনা দু’নম্বর ব্লকের কুমোর পাড়া সমবায় সমিতিতে।

৯ বছর ধরে সমবায়ের ব্যাঙ্কে কোনও অডিট করেনি বলে অভিযোগ। কৃষকদের বিমার টাকা থেকে লোনের টাকা পরিশোধ করার পরেও টাকা কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। কলনার বিধায়ক, ব্যাঙ্কের আধিকারিকদের নিয়ে একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। ব্যাঙ্কের কোনও আধিকারিকরা না আসায় কৃষকরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভ সমাবেশ চলাকালীন হঠাৎই কৃষকরা উত্তেজিত হয়ে মারধর করে সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে। ম্যানেজার নিজের দোষ স্বীকার করে বলেন, “অনেককেই অন্য চাষির অ্যাকাউন্ট থেকে লোন পাইয়ে দিয়েছেন। তাঁরা লোন পরিশোধ না করায় এই সমস্যা।” অন্যদিকে, কালনার এমএলএ দেবপ্রসাদ বাগ বলেন, “চাষিদের দাবি ন্যায্য, ব্যাঙ্ক কর্তৃপক্ষ দায়ভার এড়াতে পারে না।”

Next Article