কাটোয়া: সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর কর্মসূচিতে শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে গিয়ে নাম না করে আক্রমণ করলেন গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে। সেই প্রসঙ্গে অনুব্রতের টিভি৯ বাংলার প্রতি বিতৃষ্ণার বিষয়টিও উঠে এল বিমানের বক্তব্যে। যদিও বিমান বসু সরাসরি টিভি৯ বাংলার নাম মুখে আনেননি, অনুব্রতের নামও করেননি। বিমান বলেছেন, “নাইনে উঠতে পারেনি, তাই নাইনকে ভয়।”
কাটোয়ার সভামঞ্চে দাঁড়িয়ে বিমান বলেন, “ইস্কুলে তিনি পড়াশোনা করতেন। অনেক কষ্টে সেভেন থেকে এইটে উঠতে পেরেছিলেন। তারপর এইট থেকে নাইনে উঠতে পারেননি। তাই যখন দেখেন, নাইন আসছে বলেন নাইনকে আমি ভালবাসি না। নাইনকে উনি ভালবাসবেন কী করে। নাইনে তো উনি উঠতেই পারেননি। তাই বলেন নাইনকে আমি ভালবাসি না।“
প্রসঙ্গত, সিবিআই-এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে সেই সংক্রান্ত বিভিন্ন খবরের সম্প্রচার সবার আগে দর্শকদের সামনে তুলে ধরেছে টিভি৯ বাংলা। টিভি৯ বাংলার নির্ভীক সাংবাদিকতা প্রশংসিত হয়েছে সমাজের বিভিন্ন মহলে। স্বাস্থ্য পরীক্ষার সময় হাসপাতালে ঢোকার মুখে হোক বা আদালতে। বিভিন্ন সময় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া অনুব্রতের উদ্দেশে প্রশ্নবাণ ছুঁড়েছেন টিভি৯ বাংলার প্রতিনিধিরা। টিভি৯ বাংলার সেই সব প্রশ্ন অনুব্রতের যে পছন্দ হয়নি তা বলাই বাহুল্য।
অনুব্রত মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি দর্শকদের সামনে তুলে ধরেছে টিভি৯ বাংলার তদন্তমূলক রিপোর্টিং। বীরভূম জুড়ে বিভিন্ন অবৈধ কারবারের রমরমার বিষয়টিও তুলে ধরেছে টিভি৯। সেই সব প্রতিবেদনে অনুব্রত যে বিরক্ত, তাও তিনি বিভিন্ন সময় নিজের হাবেভাবে বুঝিয়েও দিয়েছেন। সে জন্যই হয়তো, কখনও টিভি৯ বাংলার বুম হাতে করে সরিয়ে দিয়েছেন কেষ্ট। কখনও আবার প্রশ্ন শুনে বলেছেন, “নাইনে কিছু বলবো না।” কখনও বলেছেন, “নাইন-কে ভালোবাসি না।” টিভি৯-এর প্রতি অনুব্রতের অনীহার বিষয়টি সাম্প্রতিক অতীতে বার বার ধরা পড়েছে ক্যামেরায়। সেই নিয়েই এ বার অনুব্রতকে খোঁচা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।