পূর্বস্থলী: কিছুদিন আগেই প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল যুবক। সেই ঘটনার কিছুদিন পরেই মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল যুবককে। গত ১ জুন পূর্বস্থলী (Purbasthali) ২ নম্বর ব্লকের সরডাঙা গ্রামের বাসিন্দা টিটু দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর গতকাল অবশ্য তিনি জামিন পেয়ে যান। কিন্তু এরপরই বাড়ি থেকে উদ্ধার হয় ওই প্রেমিকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, গ্রেফতারির পর আত্মসম্মান ও লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক (Body Recovery)। এত অল্প বয়সে টিটুর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকেরা। যুবকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মৃত যুবকের পরিবার সূত্রে খবর, ওই প্রেমিক টিটু দাস বর্ধমানের এক রাইস মিলে কাজে গিয়েছিল। সেখানে কাজে গিয়েই বর্ধমানের এক যুবতীর সঙ্গে আলাপ জমে টিটুর। ক্রমেই সেই সম্পর্ক আরও গভীর হয় এবং উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানা যাচ্ছে, কিছুদিন আগেই ওই যুবতীর বাড়ির লোকেদের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন দুজনে। এরপরই যুবতীর পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১ জুন ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য আদালতে পেশ করা হলে গতকাল জামিন পেয়ে যায় ওই যুবক। এরপরই শনিবার সকালে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের তরফে দাবি করা হচ্ছে, লজ্জায় আত্মঘাতী হয়েছে যুবক। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।