Burdwan: EMI বাকি রয়েছে, এই বলে গাড়ি তুলে নিয়ে গেল চার জন…তারপর যা জানা গেল চমকে উঠবেন
Burdwan: ৬ তারিখ সন্ধ্যায় একটি গাড়িতে গুসকরার শিরিষতলা এলাকায় যান মঙ্গলকোটের মাহাত্মপুরের বাসিন্দা শেখ মনিরুল। তিনি বন্ধুকে গাড়ির কাছে দাঁড়াতে বলে পাশে একটি দোকানে যান।

বর্ধমান: ফিল্মি কায়দায় গুসকরা থেকে গাড়ি ছিনতাই। ঋণ প্রদানকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ। পুলিশের তৎপরতায় শেষমেশ বারাকপুর থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া গাড়ি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আকাশ মালি ও সাবির মল্লিক। আকাশের বাড়ি আরামবাগ এলাকায় এবং ভাতার থানা এলাকার বাসিন্দা সাবির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ তারিখ সন্ধ্যায় একটি গাড়িতে গুসকরার শিরিষতলা এলাকায় যান মঙ্গলকোটের মাহাত্মপুরের বাসিন্দা শেখ মনিরুল। তিনি বন্ধুকে গাড়ির কাছে দাঁড়াতে বলে পাশে একটি দোকানে যান। অভিযোগ, সেই সময় চারচাকা গাড়িতে জনা চারেক ব্যক্তি সেখানে পৌঁছন। নিজেদের গাড়ির ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেন।
তারপর গাড়ির মালিক শেখ মনিরুলের বন্ধুকে গাড়ির ঋণ বকেয়া রয়েছে বলে জোরপূর্বক তার সামনে থেকে গাড়িটি চালিয়ে নিয়ে চম্পট দেন। এরপরে পুলিশের দ্বারস্থ হন গাড়ির মালিক। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ যাচাই করে দুষ্কৃতীদের ব্যবহৃত চারচাকা গাড়ির মালিকের সন্ধানে খোঁজ শুরু করে পুলিশ।
ব্যান্ডেলের বাসিন্দা সেই গাড়ি মালিকের কাছে পুলিশ জানতে পারে, ধৃতরা তার গাড়িটি ভাড়া নেন। ভাড়া গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাকপুর কমিশনারেটের অধীনস্থ বাসুদেবপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে ধৃতদের দেখানো জায়গা থেকে ছিনতাই হওয়া গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার ধৃতদেরকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।

