কালনা: শহরে উদ্ধার গলাকাটা দেহ। যা দেখে রীতিমত চাঞ্চল্য এলাকায়। তবে এটি খুন নাকি পড়ে গিয়ে মৃত্যু তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। সেখানে মৃতের নাম উৎপল গুপ্ত (৪৯)। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকাল নাগাদ ওই ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। মৃতের স্ত্রী-র নাম শিপ্রা গুপ্ত। গোটা ঘটনায় মৃত ব্যবসায়ীর ছেলে সায়ন্তিক গুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কালনা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ওই সময় মৃতের স্ত্রী ও ছেলে বাড়িতেই ছিলেন। যদিও মৃতের পরিবারের দাবি মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে জানলার কাচ গলায় ক্ষত হয়ে মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ব্যবসায়ীর ছেলে বলেন, ‘বাবা প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরত। রাত্রিবেলা আমরা ঘরে শুয়েছিলাম। বাবা ফের বেরচ্ছিল নেশা করার জন্য মিথ্যে কথা বলে। তারপর আমি চাবি কেড়ে ওই ঘরে যখন গেলাম তখন দেখি কাচে গলা কেটে গলগল করে রক্ত বেরচ্ছে। মনে হচ্ছে টাল খেয়ে নেশা করে উল্টে পড়ে গিয়েছে।’
প্রসঙ্গত, আজ আরও একটি খুনের মদের আসর থেকে আরও একটি খুনের অভিযোগ প্রকাশ্যে আসে। পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানার মহব্বতপুর গ্রামে দশমীর দিন একটি মদের আসর বসেছিল। সেই আসরে পাশের বাড়ির মামাকে ডেকে পাঠান যুবক। তারপর শুক্রবার ভোর ৩ টে নাগাদ খবর আসে ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম মানস মাঝি (৪০)। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।