কালনা: কালনার ডাঙাপাড়া এলাকায় অনিচ্ছাকৃত নিজের বাবাকে খুনের ঘটনায় গ্রেফতার ছেলে। ধৃত যুবককে রবিবার কালনা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাত্ত্বিক গুপ্ত। শনিবার বাড়ির ভিতর থেকে সাত্ত্বিকের বাবার মুণ্ডহীন দেহ উদ্ধার করেছিল পুলিশ।
পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। সেখানে মৃতের নাম উৎপল গুপ্ত (৪৯)। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকাল নাগাদ ওই ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। মৃতের স্ত্রী-র নাম শিপ্রা গুপ্ত। গোটা ঘটনায় মৃত ব্যবসায়ীর ছেলে সায়ন্তিক গুপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কালনা থানার পুলিশ। এরপর গ্রেফতার করা হয় তাঁকে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ওই সময় মৃতের স্ত্রী ও ছেলে বাড়িতেই ছিলেন। যদিও মৃতের পরিবারের দাবি মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে জানলার কাচ গলায় ক্ষত হয়ে মৃত্যু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ব্যবসায়ীর ছেলে বলেন, ‘বাবা প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরত। রাত্রিবেলা আমরা ঘরে শুয়েছিলাম। বাবা ফের বেরচ্ছিল নেশা করার জন্য মিথ্যে কথা বলে। তারপর আমি চাবি কেড়ে ওই ঘরে যখন গেলাম তখন দেখি কাচে গলা কেটে গলগল করে রক্ত বেরচ্ছে। মনে হচ্ছে টাল খেয়ে নেশা করে উল্টে পড়ে গিয়েছে।’ এরপর রবিবার আদালতে যাওয়ার আগে সে জানায়, ‘বাবাকে খুন করিনি। আমি ধাক্কা মেরেছিলাম। সেই ধাক্কায় বাবা পড়ে যায় কাচের কাছে। তখন টাল খেতে খেতে পড়ে যায়। সবাইকে ডাকি আমি।’