Katwa woman harassment: কাজ শেখানোর প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পীর বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 10, 2022 | 11:17 AM

Katwa: শুধু তাই নয়, ওই মহিলার গোপনীয় ছবি তুলে তাঁকে ব্যাকমেল করা হতে বলেও অভিযোগ।

Katwa woman harassment: কাজ শেখানোর প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পীর বিরুদ্ধে
প্রতীকী চিত্র

Follow Us

কাটোয়া: রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পী গ্রেফতার। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে। শোলার কাজ শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামেরই এক গৃহবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মহিলার গোপনীয় ছবি তুলে তাঁকে ব্যাকমেল করা হতে বলেও অভিযোগ। এরপর অভিযুক্তের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ গ্রেফতার করে শিল্পীকে।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটি গ্রামে বাস করে শোলা শিল্পীরা। সেই গ্রামটি শোলা শিল্পীদের গ্রাম হিসেবেই পরিচিত। এই গ্রামেই শোলা শিল্পী ওই অভিযুক্ত ব্যক্তি নিজের কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান। দেওয়া হয় শিল্পগুরু উপাধিও।

অভিযোগ গ্রামের এক গৃহবধূকে ওই ব্যক্তি শোলার কাজ হাতে ধরে শিখিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। এমনকী ওই মহিলার কিছু ছবিও তিনি নিজের মোবাইলে তুলে রাখেন বলে দাবি নির্যাতিতার। এরপর থেকে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে ধর্ষণ করছিল অভিযুক্ত এমনটাই অভিযোগ।

এরপর রবিবার ওই গৃহবধূ নিজের পরিবারকে বিষয়টি জানালে গ্রামের লোকেরা অভিযুক্ত শিল্পীর বাড়িতে চড়াও হন। এরপর ওই গৃহবধূ মঙ্গলকোট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আজ অভিযুক্তকে কাটোয়া আদালতে পাঠানো হচ্ছে।

গোটা ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার স্বামী জানান, ‘কালকে হঠাৎ একটা ঝামেলা হয়েছিল। ওই ব্যক্তি গিয়েছিল নির্যাতিতা মহিলার বাড়ি। সেই কারণে অশান্তি সৃষ্টি হয়। এরপর আমার স্ত্রীকে নিয়ে যেতেই আরও ঝামেলা বাধে। এরপর আমরা কেস করি। পুলিশের কাছে আমার স্ত্রী অভিযোগ করে বলেন যে ওর সঙ্গে খারাপ কাজ করত। ওকে ব্ল্যাকমেল করা হয়েছিল।’ যদিও, গোটা ঘটনা অস্বীকার করে অভিযুক্ত বলেছেন তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

Next Article
Kalna Murder: ‘ধাক্কা মারি তখনই…’, কালনার ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ছেলে
Dolphin in Damodar: দামোদরে ডলফিন-দর্শন, নদীর পাড়ে উপচে পড়ল ভিড়