AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awas Yojana: পাকা বাড়ি সত্ত্বেও বাংলা আবাসে নাম! ‘আমরা কী দোষ করলাম?’, কুঁড়ে ঘরে বসে মাথায় হাত কাটোয়ার হাজার হাজার মানুষের

Awas Yojana: বিতর্কের মধ্যে যদিও সাফাই দিতে দেখা গিয়েছে বিডিও-কে। তিনি বলছেন, নাম সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। সংশোধনের পর নতুন তালিকায় প্রাপ্যদের নাম আসবে, এই সাফাই আবার দিচ্ছেন পঞ্চায়েত সদস্যরা।

Awas Yojana: পাকা বাড়ি সত্ত্বেও বাংলা আবাসে নাম! ‘আমরা কী দোষ করলাম?’, কুঁড়ে ঘরে বসে মাথায় হাত কাটোয়ার হাজার হাজার মানুষের
ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 3:40 PM
Share

কাটোয়া: বাংলা আবাস যোজনায় ফের বেনিয়মের অভিযোগ। তালিকা থেকে যোগ্যদের বাদ দেওয়ার অভিযোগ ঘিরে চাপানউতোর কাটোয়ায়। উত্তেজনা গ্রামে। কাটোয়া ২ নম্বর ব্লকের পলসনা পঞ্চায়েতের কুয়ারা গ্রামে। এই গ্রামে ৩টি বুথ মিলিয়ে ৩৫০০ ভোটার রয়েছে। প্রায় ১ হাজারের মতো পরিবার। সূত্রের খবর, গ্রামে  প্রকল্পের তালিকায় ৩০৬টি পাকা বাড়ির উপভোক্তার নাম এসেছে। অভিযোগ, এই তালিকায় ৭০ শতাংশই অযোগ্যদের নাম। উল্টে তালিকা থেকে বাদ পড়েছে বহু আর্থিকভাবে পিছিয়ে থাকা মাটির বাড়িতে বসবাসকারী পরিবার।

বিতর্কের মধ্যে যদিও সাফাই দিতে দেখা গিয়েছে বিডিও আসিফ আনসারীকে। তিনি বলছেন, নাম সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে। সংশোধনের পর নতুন তালিকায় প্রাপ্যদের নাম আসবে, এই সাফাই আবার দিচ্ছেন পঞ্চায়েত সদস্য বিপুলা ঘোষ। তবে সুযোগ বুঝে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। যোগ্যদের বাদ দিয়ে যাঁরা এই তালিকা তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন এলাকার বিজেপি নেতা সূর্য ঘোষ। 

এদিকে ঘর না পেয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন। কুয়ারা গ্রামের এক বাসিন্দা বলছেন, “আমরা খেটে খাই। ঘর তো নেই। যা আছে সেখানেও সাপ ঢুকছে। বাইরে শুতে হয়। কিন্তু, তারপরেও আমাদের বাড়ির অবস্থা দেখতে কেউ আসেনি। তালিকাতেও নাম আসেনি।” আর এক বাসিন্দা বলছেন, “আমাদের তো মাটির ঘর। আমরা পাকা ঘর পাওয়ার যোগ্য। কিন্তু কেউ ইনক্যুয়ারি করতে আসেনি। তালিকাতে নামও আসেনি।”